X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে জালিয়াতি, মূল হোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২২:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:৫৫

বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে টাকা আত্মসাৎ চক্রের মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের এসএস মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। 

‘brur চান্স ১০০% করে দেবো’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে তারা প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিল। ওই গ্রুপে বলা হয়, ‘যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাদের চান্স পাইয়ে দেবো। খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট ৮৫০ টাকা।’

একই গ্রুপ থেকে শেয়ার করা আরেকটি বার্তায় লেখা ছিল, ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন।’

এসব দেখে তৎপর হয় সিআইডির সাইবার টিম। যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে। অনুসন্ধান চালানো হয় বেশ কয়েকদিন। অবশেষে প্রতারক চক্রকে শনাক্ত করেন সিআইডি।

অনুসন্ধানে জানা যায়, চক্রটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতিতে যুক্ত। তারা বিভিন্ন মোবাইল ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে টাকা হাতাতো। 

সিআইডির অভিযানে সোমবার (১৭ জানুয়ারি) নড়াইলের লোহাগড়া থেকে প্রতারক চক্রের মূল হোতা মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসান জিজ্ঞাসাবাদে জানায়, সে ২০১৭ সাল থেকে এভাবে  প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করেছে।

চক্রটি মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের সঙ্গে যোগাযোগ করতো। ভর্তির রেজাল্টের পর ওই গ্রুপ বন্ধ করে দেওয়া হতো। সেই সঙ্গে বন্ধ করে ফেলতো তাদের মোবাইল নম্বরও।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের সিমসহ মোট ১০টি সিম, ৩টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

/এআরআর/এফএ/
সম্পর্কিত
সার্টিফিকেট জালিয়াতি, টাকার ভাগ পেতেন বোর্ডের অনেকে: ডিবি
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
জালিয়াতির মাধ্যমে ভবন অনুমোদন, প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা