X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১০

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে গেল ১০ বছরে আদালতে ৮৫ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে পুলিশের এই এলিট ফোর্সটি বলছে, এই হত্যাকাণ্ডের তদন্ত পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন একথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা চাই, কোনও নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। সব তদন্তের অল্প সময়ে হয় না। আমরা তদন্তের ক্ষেত্রে দেশের গণ্ডি পেরিয়ে আলামত আমেরিকায় পাঠিয়েছি। ডিএনএ রিপোর্টগুলো আমরা কয়েকদিন আগে হাতে পেয়েছি। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

এই হত্যাকাণ্ড তদন্তে র‌্যাবের ‘পেশাদারিত্ব ও আন্তরিকতার’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা তার পেশাদারিত্বের মাধ্যমে সবগুলো সাইড খতিয়ে দেখে মূল ঘটনা বের করে আনার চেষ্টা করছেন। আমাদের তদন্তের অগ্রগতি কতটুকু হয়েছে আমরা টাইম টু টাইম সেসব বিষয় আদালতকে অবহিত করেছি। তারপর থেকেই কিন্তু আদালত আমাদের সময় দিয়েছে। আমরা আশা করি সবার সহযোগিতায় শিগগিরই তদন্ত প্রক্রিয়ার সবশেষ অবস্থা জানাতে পারবো।’

খন্দকার আল মঈন আরও বলেন, আদালতের নির্দেশে কিংবা সরকারিভাবে যদি কোনও ঘটনার তদন্ত করতে দেওয়া হয়, তখনই আমরা তদন্ত করতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের শরণাপন্ন হয়ে বাদীরা র‌্যাবকে তদন্ত দেওয়ার জন্য বলেন। তাদের আস্থা আছে বলেই আদালতে এ ধরনের কথা বলেন মামলার বাদীরা। র‌্যাব যখন কোনও তদন্ত করে, আমরা একটি বিষয় বেশি দৃষ্টি দেই- কোনও নিরপরাধ ব্যক্তি যেন অপরাধী না হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
শ্বাসরুদ্ধকর অভিযানে সাবেক সেনাসদস্যসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার, র‍্যাবের পোশাক উদ্ধার
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন