X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রূপনগরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ০১:২৫আপডেট : ০৫ মার্চ ২০২২, ০১:২৭

রাজধানীর রূপনগর থানাধীন বিরুলিয়া বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক মো. হারুন (১৭), মো. শামীম (১৭) এবং মো. মিলন হোসেন (২০)। তারা তিন জন বন্ধু ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ মার্চ) সাড়ে চারটায় বিরুলিয়া বেড়িবাঁধ সাদি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু শামীম হাসান জানান, বিকালে আমরা চারটি মোটরসাইকেলে কয়েকজন বন্ধু পঞ্চবটিতে ঘুরতে বের হয়েছিলাম। একটি মোটরসাইকেলে ছিল শামীম, মিলন ও হারুন। রূপনগর বেড়িবাঁধ সাদী তেলপাম্প থেকে তেল নিয়ে পঞ্চবটির দিকে যাওয়ার সময়ই পাম্পের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সবাই। ঘটনাস্থলে মারা যায় হারুন।

গুরুতর আহত অবস্থায় মিলন ও শামীমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে মিলনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত আটটায় তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রূপনগর থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, নিহত তিন জন ও তাদের বন্ধুদের সঙ্গে মোট পাঁচটি মোটরসাইকেল যোগে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে বের হয়েছিল।

কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটা এখনও শনাক্ত করা যায়নি বলে জানান এসআই আনোয়ার।

শুক্রবার রাত সাড়ের দশটায় নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তিনটি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত শামীম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সরকার টারিগ্রামের রিকশাচালক ফুলবার আলীর ছেলে। রূপনগর হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে কাজ করতো একটি গ্যারেজে। মিলন ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার স'মিলের শ্রমিক সুবাহান বেপারীর ছেলে। তিনি কাজ করতেন একটি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে। থাকতো মিরপুর শাহ আলী এলাকায় পরিবারের সঙ্গে। মৃত হারুন ভোলা সদর উপজেলার চর মনসা গ্রামের নিরাপত্তাকর্মী ফারুক হোসেনের ছেলে। রূপনগর আবাসিক এলাকায় থাকতো সে।

 

/এআরআর/এআইবি/এফএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে ট্রাকচাপায় সেনাসদস্য নিহত
মালিবাগে নির্মাণাধীন ভবনের পাশে মাটি ধসে শ্রমিকের মৃত্যু 
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যুবলীগ নেতার
সর্বশেষ খবর
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে