X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মিডিয়া কেয়ার ও ওয়ান অ্যালায়েন্সের বিরুদ্ধে লাইসেন্স না নিয়ে ব্যবসার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৫:০৯আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫:০৯

পে চ্যানেল কোম্পানি মিডিয়া কেয়ার ও ওয়ান অ্যালায়েন্স সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে কোনও লাইসেন্স গ্রহণ না করে ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ জানিয়েছে ফিড অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফোয়াব)।

রবিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোয়াবের আহ্বায়ক ফারুখ আমজাদ খান লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।

ফারুখ আমজাদ খান বলেন, ‘কয়েক বছর ধরে মিডিয়া কেয়ার ও ওয়ান অ্যালায়েন্স বিদেশি ব্রডকাস্টারদের কাছে যেভাবে অর্থ দিচ্ছে সেটি বৈধভাবে নয়, তা নিশ্চিত করে বলা যায়। এরা একদিকে ক্যাবল অপারেটর এবং এরাই বিদেশি পে চ্যানেলগুলো নিজেদের সিন্ডিকেটের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করেন। এই দুটি ব্যবসা ক্যাবল অপারেটর ও পে চ্যানেল পরিবেশক দুই ধরনের বাণিজ্য চরিত্র এবং পারস্পরিক বিপরীতধর্মী। আমাদের প্রশ্ন এরা ক্যাবল অপারেটর নেতা হয়ে কীভাবে এ ধরনের কাজে লিপ্ত হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এরা সবাই তথা বৃহৎ নামের ক্যাবল টিভি প্রতিষ্ঠান ও বিদেশি পে চ্যানেল পরিবেশক মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে। এ পক্ষটি ঢাকাসহ সারাদেশে নতুন কোনও ডিজিটাল হেডএন্ডে পে চ্যানেলের সরবরাহ করবে না বলে সমঝোতা চুক্তি করে। যাতে তারা একচেটিয়া ব্যবসা করতে পারে।’

সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে ফোয়াবের আহ্বায়ক বলেন, ‘গণতান্ত্রিক দেশে এটি মৌলিক অধিকার পরিপন্থি এবং ক্যাবল আইন-২০০৬ তাদের এই প্রচেষ্টাকে সম্মতি দেয় না। দেশের ক্যাবল ফিড অপারেটরদের তাদের নেটওয়ার্ক থেকে সিগনাল নিতে বাধ্য করছে। এই অবস্থায় দেশের ফিড অপারেটররা দিশেহারা। তাদের এই অন্যায় প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আহ্বায়ক ফারুক আমজাদ খান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ইউসুফ, সদস্য আব্দুল্লা আল মামুন, ফারুক, ওমর হায়দার, মো. আবুল হাসান সিদ্দিকী পলি প্রমুখ।

/জেডএ/আরকে/ইউএস/
সম্পর্কিত
নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি: বিএসআরইএ
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে