X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঈদের ফিরতি যাত্রায় বেড়েছে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৬:৩৬আপডেট : ০৮ মে ২০২২, ১৬:৩৭

ঈদের ছুটির সঙ্গে সরকারি ছুটি যোগ হওয়ায় এবার কিছুটা লম্বা ছুটি কাটিয়ে রাজধানীতে নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন। বিভিন্ন টার্মিনাল, বাস-স্ট্যান্ডে বেড়েছে ফিরতি যাত্রীদের ভিড়।

রবিবার (৮ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঢাকা ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভিতরে ছিল না তিল ধারণের ঠাঁই। কেউ কেউ টিকিট ছাড়া এসে এদিক-সেদিক ঘোরাঘুরি করছে। ট্রেনের ছাদে করেও আসছে লোকজন। ট্রেন প্লাটফর্মে থামতেই যাত্রীদের বাসায় ফেরার তাড়া দেখা যায়। কমলাপুরের আগের স্টেশনগুলোতেও নেমেছে অনেক ফিরতিযাত্রী। ঈদের ফিরতি যাত্রায় বেড়েছে ভিড়

পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেসে আসা যাত্রী মিনহাজুল আমিন বলেন, 'ট্রেনের ছাদে যাত্রী ছিল বলে ট্রেন স্লো চালিয়েছে। তাই লেট হয়ে গেছে। টিকিট থাকায় আমি সিটে বসেই আসতে পেরেছি।'

সৈয়দপুর থেকে নীলসাগর এক্সপ্রেসে আসা যাত্রী আকমল বলেন, 'যাত্রী অনেক বেশি ছিল। আসতে অনেক সময় লেগেছে। ৭-৮ ঘন্টার পথ ১২-১৩ ঘন্টা লেগেছে আসতে।'

অতিরিক্ত যাত্রীরা টিকিটবিহীন ছিল কিনা জানিতে চাইলে তিনি বলেন, 'টিকিটই তো চেক হয় নাই। এত মানুষের ভিড়ে কয়জনের টিকিট দেখবে।'

রংপুর চিলাহাটি থেকে আসা যাত্রী মাসুদ করিম বলেন, ট্রেনের ভেতরে ভয়াবহ ভিড়। শুরু থেকেই মানুষ ভিড় করে আসছে। মাঝে ৩ ঘন্টা লেট হয়েছে শান্তাহার স্টেশনে ছাদের ওপরে ওঠা লোক নামাতে। গতকাল রাত ১০টায় উঠলাম আর মাত্র (দুপুর ১২টা ২৩ মিনিট) নামলাম। সকাল ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।'

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, 'আমরা বারবার বলেছি—যাত্রীরা যেন টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ না করেন। আমরা অতিরিক্ত টিকিটও বিক্রি করি না। তবু মানুষজন স্থানীয় এলাকাগুলো থেকে ট্রেনে উঠে যায় টিকিট ছাড়াই। রেলস্টেশনগুলো তো খোলা থাকে।'

তিনি আরও বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেনে কোচ বাড়িয়েও এই ভিড় সামলানো যায়নি। তবু যাত্রীরা আরামে বাড়ি যাওয়ার জন্য ট্রেনকেই বেছে নেয়। এজন্য তিনি সাধারণ যাত্রীদের ধন্যবাদ জানান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা