X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ চায় মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২০ মে ২০২২, ২১:৪৩আপডেট : ২০ মে ২০২২, ২১:৪৩

নারী-পুরুষের সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, ‌’৮০ এর দশক থেকে মহিলা পরিষদ জেলা শাখার সঙ্গে সমন্বয় করে বহুমাত্রিক পদ্ধতিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দীর্ঘ আন্দোলনের ফলে নারীবান্ধব নানা আইন তৈরি হলেও নারীর প্রতি সহিংসতা নির্মূল হচ্ছে না। এখনও প্রতি ৩ জনে একজন নারী সহিংসতার শিকার।’ 

শুক্রবার (২০ মে) সকালে মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলি’ প্রতিপাদ্যে নারীর মানবাধিকার সুরক্ষায় নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে ৫টি বিভাগের (চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও বরিশাল) ২২টি জেলা শাখার নেতাদের অংশগ্রহণে প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মহিলা পরিষদের কর্মশালায় নেতারা মালেকা বানু জেলা শাখার নেতাদের উদ্দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূল করে নারী-পুরুষের সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচি থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দেওেয়ার আহ্বান জানান।  

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বলেন, ‘দীর্ঘ সময়ের আন্দোলনের ফলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজে কেমন প্রভাব তৈরি হয়েছে তা আমাদের এখন পর্যবেক্ষণ করতে হবে। দীর্ঘ চার দশকের আন্দোলনের ফলে অর্জিত অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে।’

প্রশিক্ষক-প্রশিক্ষণের উদ্দেশ্য বিষয়ে লিগ্যাল এইড উপপরিষদ সম্পাদক রেখা সাহা বলেন, ‘আজকের কর্মসূচির উদ্দেশ্য হলো জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন করা, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে সকল জেলার সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা, নারীর প্রতি সহিংসতার মূল কারণ বিশ্লেষণ করা এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের ক্ষেত্র বিস্তৃত করা।’

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘যেকোনও ধারাবাহিক কাজের পদ্ধতিগত দিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। প্রেক্ষাপট পরিবর্তন হলে নতুন ধারায় কর্মসূচি বিন্যাসের প্রয়োজন হয়। এরই ধারাবাহিকতায় আজকের প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।’ 

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে ৫টি বিভাগের ২২টি জেলা শাখা হতে নেতৃবৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ, কর্মকর্তাসহ প্রায় ৮৬ জন উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে