X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বিশ্ব সমুদ্র দিবস পালিত

উপকূলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সমুদ্রসম্পদ রক্ষার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০০:৪৪আপডেট : ০৯ জুন ২০২২, ০০:৪৪

সমুদ্রসম্পদ তথা সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন করতে হলে উপকূলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। সমুদ্রের দূষণ কমানো, কোরাল রিফ রক্ষা করা এবং পুরো উপকূলজুড়ে ম্যানগ্রোভ বন সৃষ্টি করতে হবে। এজন্য সকল জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (৮ জুন) বিশ্ব সমুদ্র দিবস উদযাপন উপলক্ষে "সুনীল অর্থনীতি অর্জনে জনসম্পৃক্ততা" শীর্ষক আলোচনা সভা আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ আওয়ার সি।

ওশান এক্সপ্লোরার এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মোসলেম উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক গুলশান আরা লতিফা।

সেভ আওয়ার সি'র মহাসচিব মুহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কনটেইনার ডিপোতে রাখা কেমিক্যালে আগুন লাগার কারণে পরিবেশের ব্যাপক বিপর্যয় হয়েছে। এর প্রভাব সরাসরি সমুদ্রে গিয়ে পড়বে। সমুদ্র বিভিন্ন সময় বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে। সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে। এতে সমুদ্র অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন বক্তারা।

এদিকে ‘যৌথ কর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সমুদ্র বিজ্ঞান বিভাগ আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি কার্জন হল থেকে বের হয়। র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, সমুদ্র সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই সম্পদ রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবন ও অস্তিত্বের জন্য সমুদ্র সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমুদ্রের সঙ্গে নদীর গভীর যোগসূত্র রয়েছে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, শিল্প-কারখানাসহ বিভিন্ন কারণে নদীর জলসম্পদ দূষিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমুদ্রের ওপর। ফলে সমুদ্রের প্রাণীজগৎ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। সমুদ্র সম্পদ রক্ষায় চারপাশের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নদী দূষণ রোধে সচেতন হওয়ার জন্য উপাচার্য সকলের প্রতি আহবান জানান।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগ দিবসটি উপলক্ষে র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা, পোস্টার প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

নোবিপ্রবি উপাচার্য বলেন, সমুদ্র গবেষণায় নোবিপ্রবি ও শানোগ্রাফি বিভাগকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে এবং এর জন্য প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা