X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অনলাইন উদ্যোক্তাদের অফলাইন পসরা

উদিসা ইসলাম
৩০ জুন ২০২২, ০৯:০০আপডেট : ৩০ জুন ২০২২, ১৫:১২

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো স্ক্রল করলেই চোখে পড়ে শত শত পেজ। যেসব পেজের মাধ্যমে নিজেদের পণ্যের পরিচিতি তুলে ধরে বিক্রেতারা। এদের অধিকাংশই নারী। সংসার কিংবা চাকরি সামলিয়ে বাড়তি উপার্জনের জন্য এমন উদ্যোগ গেল কয়েকবছরে অহরহ। এদের কেউ নিজেদের ‘সুপ্ত প্রতিভা’-কে জাগিয়ে তুলেছেন করোনাকালেই। কেউ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাপড় সংগ্রহ করে নিজের সৃজনশীলতা দিয়ে বানাচ্ছেন থ্রি-পিস, কেউ হারিয়ে যাওয়া তাঁতীদের কাপড় এনে শহুরে নারীদের কাছে তুলে ধরছেন, আবার কেউ শানিয়ে নিচ্ছেন রান্নার হাতটাও। ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব উদ্যোক্তারা নিজেরাও মিলিত হয়ে গড়ে তুলছেন অ্যাসোসিয়েশন। নিজেদের ‘অনলাইন প্রতিষ্ঠান’-এর বিশ্বাসযোগ্যতা বাড়াতে এসব অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করা হচ্ছে ‘অফলাইন মেলা’রও।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) ও আগামীকাল শুক্রবার (১ জুলাই) তেমনই আরেকটা মেলা শুরু হয়ে যাচ্ছে। ‘হার-ই-ট্রেড’ নামে উদ্যোক্তাদের একটি সংগঠন তৃতীয়বারের রাজধানীতে এই মেলার আয়োজন করছে।

ফেসবুকভিত্তিক এই সংগঠনের উদ্যোক্তা ওয়ারেসা খানম প্রীতি বলেন, রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে অনুষ্ঠিতব্য এবারের ‘হার ই-ট্রেড এক্সিবিশন’-এ মোট ৪৫টা উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এক্সিবিশন আয়োজনের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের উদ্যোগকে সবার সামনে তুলে ধরি; যাতে করে অনলাইনে কাজ করা এই নারীদের নিজস্ব উদ্যোগের পরিচিতি বিস্তার লাভ করে এবং ক্রেতাদের মাঝে তাদের পণ্য সম্পর্কে একটা ইতিবাচক আস্থার জায়গা তৈরি হয়। যার ফলে এক্সিবিশনের পরের সময়গুলোতেও যেন ক্রেতারা এই উদ্যোক্তাদের কাছেই অনলাইনে পণ্য অর্ডার করতে উদ্বুদ্ধ হয়। 

অনলাইন উদ্যোক্তাদের পসরা সাজিয়ে বসানো এসব মেলার পরিসর বাড়ানোর পরিকল্পনা করছে এই গ্রুপটি। তাদের লক্ষ্য দেশব্যাপী এক্সিবিশন আয়োজন করার। ওয়ারেসা খানম বলেন, ‘আমাদের পরবর্তী এক্সিবিশনটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আগামী সেপ্টেম্বরে। এভাবে পর্যায়ক্রমে আমরা দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে এক্সিবিশন আয়োজন করবো। দেশের বাইরেও বাঙালি অধ্যুষিত শহরগুলোতে আমাদের এক্সিবিশন আয়োজনেরও পরিকল্পনা আছে।’

এফ-কমার্স ও ই-কমার্সের ব্যাপক সহজলভ্যতার পরেও একজন উদ্যোক্তার মূল সমস্যা কী, জানতে চাইলে তিনি বলেন, ‘মূল সমস্যা তার পণ্যের যথাযথ মার্কেটিং, প্রমোশন ও ব্র্যান্ডিংয়ে র অভাব। শুধু একটা পণ্য দেখে কিন্তু ক্রেতা ক্রয় করে না, ক্রেতা বেশিরভাগ সময় ক্রয় করে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালুকে। সেদিক থেকে ফেসবুকের গ্রুপভিত্তিক প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য খুব উপযোগী একটা মাধ্যম। এখানে পারস্পরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরাট নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। যেটা একপর্যায়ে উদ্যোক্তার ব্র্যান্ড সৃষ্টিতে সাহায্য করে।’

এছাড়া এধরনের প্ল্যাটফর্মে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সুযোগসুবিধা বিষয়ক তথ্য সমৃদ্ধ হওয়াটাও একটা বড় সুবিধা বলে জানান এই উদ্যোক্তা। তার মতে, ‘প্ল্যাটফর্ম থেকে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ সুবিধাদিও তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সাহায্য করে।’ তিনি বলেন, ‘মূলত আমি মনে করি, দিনশেষে নেটওয়ার্কিংটাই একটা বিরাট সম্পদ। একটা পজিটিভ ও সমৃদ্ধ নেটওয়ার্ক সাইট যে কতভাবে একজনের জন্য সুফল বয়ে আনতে পারে সেটা যেকারোই ধারণার অতীত! আমরা সেভাবেই হার ই-ট্রেড প্ল্যাটফর্মকে গড়ে তুলেছি।’

/ইউএস/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
নারী নির্যাতনকারীর কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: মির্জা ফখরুল
পুলিশের বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীর পূর্ণাঙ্গ ঠিকানার ইঙ্গিত, ফেসবুকে সয়লাব 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে