ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে গরুসহ একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, শনিবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। রাতে গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাদের নাম-ঠিকানা কিছু জানা যায়নি। এছাড়া এই ঘটনায় ট্রাকে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিক্যাল হাসপাতাল সূত্র জানিয়েছে, কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর হাইওয়ে রোডে গরুবাহী একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় আহত হলে মনসুর (৩০), জলিল সরদার (৭০) ও রাজিব (৩৩) নামে তিন জনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থাও গুরুতর। তাদের চিকিৎসা চলছে।