X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঋণ পরিশোধ করতে সিগারেটের কার্টন চুরি, স্বামী-স্ত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ১৬:৪৬আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৭:৩২

৮০ হাজার টাকা ঋণ পরিশোধ করতে ঈদের দিন গোডাউন থেকে সিগারেটের কার্টন চুরি করে স্বামী-স্ত্রীসহ আরও কয়েকজন। দুই মাস ধরে তারা এই চুরির পরিকল্পনা করে আসছিল। মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ১২ নম্বর সেক্টর এলাকা থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও তিন জন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মো. জসিম উদ্দিন (২৫) ও তার স্ত্রী খুশি আক্তার (২২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরির মালামালসহ মোট ৭ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ‘উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১ নম্বর প্লটে ‘মেসার্স বিসমিল্লাহ স্টোর’-এর নামে একটি গোডাউন আছে। ঈদের দিন রাতে গুদামের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টন সিগারেট চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে জসিম, তার স্ত্রী ও অন্যদের শনাক্ত করা হয়। এরপর জসিমের দেওয়া তথ্যমতে তার স্ত্রী খুশিকে তুরাগের পাকুরিয়া থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের তিন কার্টন সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড, একটি প্লাইয়ার্স উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত জসিম নিজেও ব্যবসায়ী। তার মোবাইল লোডের একটি দোকান আছে। সে জানায়, তার বিভিন্ন জায়গায় ৮০ হাজার টাকা ঋণ ছিল। সেই ঋণ শোধ করতেই এই চুরির পরিকল্পনা করে। দুই মাস ধরে তারা পরিকল্পনা করে আসছিল। ঈদের দিন মানুষ কম থাকায় ওই দিনকেই বেছে নেয় তারা। পরিকল্পনা অনুযায়ী জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তিন জন গুদাম থেকে কার্টন নিয়ে আসে। আর স্ত্রী খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানায়। সিসিটিভি ফুটেজে তাদের কর্মকাণ্ড ধরা পড়ে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা