বঙ্গমাতার বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) দিনব্যাপী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আমরা দ্বিতীয়বারের মতো টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। ঢাকা থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ১১ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, আমরা ওষুধও এনেছি। এখানে ১ হাজার ২০০-এর বেশি মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এ ক্যাম্প থেকে যারা চিকিৎসা নেবেন তাদের কোনও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাও বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে। নিজেদের বৃত্তের বাইরে এসে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে পুনাক। মানুষের সেবায় পুনাকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
চিকিৎসা সেবা নেওয়া অনেকে বলেন, এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছি, বিনামূল্যে ওষুধ পেয়েছি। এ ধরনের সেবা পেয়ে আমরা খুশি।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, অর্থোপেডিক, চোখ, নাক, কান ও গলা, গাইনি ইত্যাদি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়েছেন। এর পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
এর আগে, পুনাক সভানেত্রী জীশান মীর্জা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় ছিলেন– ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুনাক নেতারা।