X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১২:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১০:১৯

‘আগস্ট মাস এলেই পুলিশ নিরাপত্তার দিক দিয়ে আরও সতর্ক অবস্থানে থাকে’, উল্লেখ করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘অন্য দেশের সরকার প্রধানদের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন। সব বিষয়ে মাথায় রেখেই প্রধানমন্ত্রী নিরাপত্তা এবং মুভমেন্টের বিষয়ে আমাদের অধিক সতর্ক থাকতে হয়। সব বিষয়ে মাথায় রেখেই আমরা নিরাপত্তা জোরদার করেছি।’

রবিবার (১৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল, সে কারণে তার নিরাপত্তার বিষয় সম্পর্কে সবকিছু বলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সব চেষ্টাই ঘাতকরা করেছে কিন্তু আল্লাহতালা তাকে বাঁচিয়ে রেখেছেন। তার হায়াৎ রয়েছে, তাই তিনি আমাদের পাশে রয়েছেন। এতগুলো হামলা হয়েছে যে, তার বেঁচে থাকার কথা না। এসব বিষয়ে মাথায় রেখেই আমরা সবসময় একটা ঝুঁকিতে থাকি।’

১৫ আগস্টের এটি এমন একটি সেট প্রোগ্রাম আওয়ামী লীগ যতদিন থাকবে, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন তিনি এখানে আসবেন বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এ কারণে যেকোনও পরিকল্পনার সুযোগ থেকে যায়। এসব বিষয়ে মাথায় রেখেই আমরা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করে যাবো। আন্তর্জাতিক এবং দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আমরা মনে করি নিরাপত্তা ঝুঁকিটি খুবই প্রকট। আমরা সেদিকে দৃষ্টি রেখেই নিরাপত্তা ছক সাজিয়েছি।’

কোনও ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গি নিয়ে যারা কাজ করে স্পেসিফিক কোনও হুমকির তথ্য নেই। দৃশ্যমান কোনও হুমকি নেই। আগস্ট মাস আসলেই আমরা সতর্ক হয়ে যাই। বোমা হামলার মাধ্যমে পুরো আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটি অপপ্রয়াশ চালিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্লটিং ছিল এই আগস্ট মাসেই।’

ধানমন্ডি ৩২ নম্বরে কেন্দ্র করে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বিভিন্ন বাহিনী এই এলাকায় নজরদারিতে থাকবে। মোবাইল পেট্রোল থাকবে ৩২ নম্বর ঢোকার আগে যথাযথ নিরাপত্তা তোলার জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর এর ব্যবস্থা থাকবে।’ এদিন অনুষ্ঠানস্থলে ব্যাগ, ব্যাকপ্যাক বা টিফিন ক্যারিয়ার জাতীয় কোনও কিছু না নিয়ে আসারও অনুরোধ করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বশেষ খবর
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’