X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে আমিনুল হত্যার ঘটনায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৩:১৮আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৩:১৮

ঢাকার ধামরাইয়ে আমিনুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)। শুক্রবার (২৬ আগস্ট) সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– শিপলু (২০) ও রাসেল (১৬। র‌্যাব বলছে, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শিপলু। আসামিদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুড়ি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, গ্রেফতার আসামিরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। শিপলু জানান, বাবা মারা যাওয়ার পর তার অনুমতি ছাড়াই মা শিল্পী বেগম বিয়ে করেন আমিনুলকে। প্রাথমিকভাবে শিপলু তা মেনে না নিলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে মেনে নিতে শুরু করেন। কিন্তু আমিনুল মাদকসেবী হওয়ায় শিপলুর সঙ্গে পারিবারিক কলহ লেগে থাকতো। এছাড়াও বিভিন্ন সময় আমিনুলকে মেরে ফেলার হুমকি দিতেন শিপলু।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আমিনুলকে সাভার থেকে ডেকে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের রোহিঙ্গা মার্কেট এলাকায় নিয়ে যান স্ত্রী শিল্পী বেগম। সেখানে জোরপূর্বক তালাক নামায় সই নেন। এরপর আমিনুল কৌশলে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া উদ্দেশে একটি ভ্যানে উঠেন। পথে আমিনুরকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন শিপলু। তাকে সহযোগীতা করেন আপন ভাই এবং গ্রেফতার আসামি রাসেল।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতাররের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট দুপুরে বাসা থেকে বের হয়ে যান আমিনুল। ১৭ আগস্ট ধামরাইয়ের কান্ডাকাউন এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় হত্যামামলা করেন।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে