X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চিকিৎসক শাকির বিন ওয়ালীসহ দুজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০২

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য চিকিৎসক ডা. শাকির বিন ওয়ালীকে ও আবরারুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা  বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিচারক প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরার হাজীপাড়া থেকে শাকির বিন ওয়ালীকে গ্রেফতার করা হয়। একইদিন ঢাকার মগবাজার থেকে শাকিরের সহযোগী আবরারুল হককেও গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এর আগে, সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাকির বিন ওয়ালীর বাবা ডা. এ কে,এম ওয়ালী উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ১১ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে সিআইডি পরিচয়ে সিভিল পোশাকে চার ব্যক্তি আমার বাসায় প্রবেশ করে। তারা শাকির বিন ওয়ালীকে বাসা থেকে জিজ্ঞাসাবাদ করার নামে নিয়ে যায়। তাদের নাম, পরিচয় ও ফোন নাম্বার জানতে চাইলে শুধু বলে আমরা সিআইডির লোক। আমি খবর পেয়ে রামপুরা থানায় সরাসরি যোগাযোগ করি। তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে। তখন আমি জিডি করতে চাইলে থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা আমার কাছ থেকে সংশ্লিষ্ট তথ্যগুলো উনার ব্যক্তিগত ডায়েরিতে নোট করেন এবং ঘটনার খোঁজ-খবর নিয়ে আমাকে পরবর্তীতে জানাবেন বলেন।

শাকির বিন ওয়ালী কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি এফসিপিএস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান তিনি।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন