X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের সঙ্গে মৈত্রী ফুটবল ম্যাচে বিজিবি’র জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০২

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেক্টর পর্যায়ে আয়োজিত মৈত্রী ফুটবল ম্যাচে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারতের জলপাইগুঁড়ি জেলার মেখলিগঞ্জে বিএসএফের আমন্ত্রণে বিজিবি'র রংপুর সেক্টরের একটি ফুটবল টিম অংশগ্রহণ করে। বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আজমল হোসেন খান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় তুমুল বৃষ্টির মধ্যে খেলা শুরু হয়। টানটান উত্তেজনার মধ্যে উক্ত খেলা চলতে থাকে। খেলা শুরুর স্বল্প সময়ের মধ্যে বিজিবি দল ১-০ গোলে খেলায় এগিয়ে যায়। উক্ত লিড বজায় রেখে প্রথমার্ধের খেলা শেষ হয়।

 খেলার মধ্য বিরতিতে বিএসএফ সদস্যদের আয়োজনে ভাংড়া নৃত্য ও ব্যান্ড মিউজিক পরিবেশন করা হয়।
 
খেলার দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যে বিএসএফ দল একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে উভয়দলই মরিয়া হয়ে খেলায় জয়লাভের প্রচেষ্টায় প্রাণপণে লড়তে থাকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বিজিবি দল আরেকটি গোল করে ম্যাচ জয়ের পথ সুগম করে। 

খেলার শেষের দিকে একটি অনিচ্ছাকৃত হ্যান্ডবলের সূত্র ধরে রেফারি বিজিবি'র বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু বিজিবির গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে উক্ত পেনাল্টি শটটি ফিরিয়ে দেন। অবশেষে বিজিবি দল ২-১ গোলের ব্যবধানে বিএসএফ দলকে পরাজিত করে খেলায় জয়লাভ করে।

খেলা শেষে বিজিবি'র রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন এবং বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের কমান্ডিং অফিসার ডিআইজি বিজয় মেহতা উপস্থিত থেকে সম্মিলিতভাবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

বিএসএফের সঙ্গে মৈত্রী ফুটবল ম্যাচে বিজিবি’র জয়

সেক্টর কমান্ডাররা তাদের বক্তব্যে উভয় দেশের বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

খেলায় বিজিবি ও বিএসএফের স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর সৈনিক ও দর্শকরা উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা