X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রতারকদের টার্গেট এবার ভিসা ও মাস্টার কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮

অনলাইন ব্যবস্থাপনার যুগে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট, কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জসহ বিভিন্ন কাজ করা যায়। এই কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করাও যায়। আর এসব কার্ড ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র।

ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ফরিদপুর, সাভার ও ঢাকা এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো মো. সোহেল মীর, মো. নাজমুল হোসেন, নাজমুলের মা পারুলী বেগম ও মো. তারা মিয়া। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাস্টার কার্ড থেকে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।’

মাস্টার ও ভিসা কার্ডধারীদের অ্যাকাউন্টের তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গুলশান, বনানী ও হাতিরঝিল থানায় একাধিক মামলা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ এসব মামলার ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জড়িত চক্রটির কয়েক সদস্যকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, তারা বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কার্ড ডিভিশনের কর্মকর্তা সেজে ব্যবহারকারীদের প্রতারণার জালে আটকায়। এতে গ্রাহক ব্যালেন্স নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ে। পরে প্রতারকদের কথামতো কাজ করতে থাকেন। এভাবে প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, এর আগে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশে লেনদেনকারীদের তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও মাস্টার কার্ড ও ভিসা কার্ড ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার বিষয়টি নতুন। প্রতারণার শিকার অনেক ব্যবহারকারী প্রাথমিকভাবে সন্দেহ প্রকাশ করে না। অনেকেই কার্ডটি স্থায়ীভাবে সাসপেন্ডেড হয়ে যাওয়ার এবং কার্ডে জমাকৃত অর্থের ক্ষতির আশঙ্কায় প্রতারকদের বেঁধে দেওয়া দুই-তিন মিনিটের মধ্যে তথ্য দিয়ে দেয়।

মশিউর রহমান বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। টাকা উদ্ধারেও কাজ করছে ডিবি।

সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপকমিশনার বলেন, মাস্টার কার্ড ও ভিসা কার্ড ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করতে গেলে প্রতারকদের একাধিক ধাপে কয়েকটি তথ্যের প্রয়োজন হয়, যেমন কার্ড নম্বর, নিরাপত্তা পিন নম্বর, ওটিপি কোড ইত্যাদি। কোনও ধরনের নম্বর কোনও ব্যক্তির সঙ্গে এমনকি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও শেয়ার না করার জন্য মহানগর গোয়েন্দা বিভাগ সবাইকে অনুরোধ করছে।

/এআরআর/
সম্পর্কিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
সংসদ ভবন এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫