X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নির্যাতন বন্ধ ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭

সম্প্রতি গণমাধ্যম থেকে কর্মী ছাঁটাই ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা, নির্যাতনের ঘটনা বন্ধসহ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদমাধ্যম নিয়ে নানা ষড়যন্ত্র, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণমাধ্যমকর্মীরা এই দাবি জানান।

সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘সাংবাদিকরা ভালো নেই। সাড়ে ৪ বছর পরও ওয়েজ বোর্ডের কোনও সুফল তারা পাচ্ছে না। পত্রিকা ও টেলিভিশনে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের সমাবেশ থেকে আমরা এসব ঘটনার নিন্দা জানাই।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘সাংবাদিকদের জীবন এখন বিপন্নের দিকে যাচ্ছে। তাদের রুটি-রুজি সংগ্রহ করতে অনেক কষ্ট হচ্ছে। মালিকপক্ষ তাদের অন্য শিল্প প্রতিষ্ঠানে পাওনা পরিশোধ করছেন, কিন্তু গণমাধ্যম ঠিক মতো চালাচ্ছেন না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে সাংবাদিকদের অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বেতন দিয়ে দৈনন্দিন চলাফেরাসহ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে সংবাদকর্মীরা। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, সাংবাদিকদের উপরে বিভিন্ন জায়গায় যে হামলা মামলা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বর্তমানে ডিজিটাল সিকিউরিটি আইনের সবচেয়ে বড় শিকার হচ্ছেন সাংবাদিকরা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও আইনমন্ত্রী বলেছিলেন, কোনও সাংবাদিকের শিকার হবেন না, কিন্তু তিনি তার কথা রাখেননি।’

তথ্যমন্ত্রীকে উদ্দেশ করে এই সাংবাদিক নেতা বলেন, ‘আমরা তাকে (তথ্যমন্ত্রী) অভিভাবক মানি। আমাদের সবকিছু দেখার দায়িত্ব তার। তিনি একজন বিচক্ষণ সংগঠক। সুতরাং তথ্যমন্ত্রীর উচিত সাংবাদিকদের এই দাবি মেনে নেওয়া।’ তিনি নবম ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন চালুরও জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিইউজের অন্যান্য সদস্যরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী