X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপোতে ‘বিস্ফোরণ’, নিহত ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫

হাজারীবাগ বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও দুই জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের তরুণের নাম ইলিয়াস (২০)। দগ্ধ দুই জন হলেন, আলিম (৪০) ও দীপক (২৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মালামাল নামানোর শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, চিকিৎসাধীন দগ্ধ দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। 

জানা গেছে, রাতে ডিপোটিতে কুরিয়ারের মালামাল লোড-আনলোডের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষ‌ণিকভাবে কিছু জানা যায়‌নি বলেও উল্লেখ করেন তিনি।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, বিস্ফোরণে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও কেমিক্যাল থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হাজারীবাগ থানার পুলিশ তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা