X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদে ভোটার ৬৩ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৯:৫০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৯:৫০

জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৬৩ হাজার ১৫৯ জন। এর মধ্যে নারী ১৪ হাজার ৯২৩ ও পুরুষ ৪৮ হাজার ২৩৬ জন। দেশের ৬১ জেলার স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে এ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।দেশের স্থানীয় সরকারের ৫ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কেবল জেলা পরিষদ নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়। পরোক্ষ ভোটে অনুষ্ঠেয় এই পরিষদে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরাই হচ্ছেন ভোটার (নির্বাচকমণ্ডলি)।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ডের সদস্য পদ ৪৬৩টি, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদ ১৭২টি। চেয়ারম্যান পদ রয়েছে ৬১টি। ৪৭৭টি ভোটকেন্দ্রের ৯৫৫টি কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলার স্থানীয় সরকারের চার ধরনের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানের মোট সংখ্যা ৫ হাজার ২৪০টি। এতে মোট  ৬৫ হাজার ৪৯৬ জন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। আইন অনুযায়ী, স্থানীয় সরকারের এসব নির্বাচিত জনপ্রতিনিধিরাই জেলা পরিষদের ভোটার (নির্বাচনমন্ডলি)। তবে, এদের মধ্যে ইউনিয়ন পরিষদের কোনও প্রতিনিধি সাময়িক বরখাস্ত হলে তিনি ভোটার হতে পারবেন না। এছাড়া আদালতের আদেশ, মৃত্যুজনিত কারণ বা মেয়াদোত্তীর্ণ সাপেক্ষে কোনও পরিষদে প্রশাসক নিয়োগ হলে সেখানকার জনপ্রতিনিধিরা ভোটার হতে পারবেন না। এ কারণে ৬১টি জেলা পরিষদে ৬৫ হাজার ৪৯৬ জন ভোটার থাকার কথা থাকলেও এরমধ্যে ২ হাজার ৩৩৭ জন ভোটার হতে পারেননি। এছাড়া পার্বত্য তিন জেলার এক হাজার ৭৫৫ জনপ্রতিনিধিও এই নির্বাচনে ভোটার নন।
তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে।
দেশের ৩৪টি জেলা পরিষদে ৯০ জন প্রার্থী চেয়ারম্যান পদে, সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬২০ জন, আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৫০৫ জন। সব মিলে তিন পদে মোট ২ হাজার ১২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
পদত্যাগ করা পদে আবারও নির্বাচন করে হারলেন জাফর
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন এমপির স্বামী
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিদায়ী চেয়ারম্যানকে নতুন চেয়ারম্যানের নোটিশ
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?