X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কাগজ সিন্ডিকেট থেকে প্রকাশনা শিল্পকে বাঁচানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৪২

কাগজের মূল্যের উর্ধ্বগতির কারণে হুমকির মুখে পড়ছে বই প্রকাশনা এবং কাগজের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্প। কাগজের মূল্যবৃদ্ধি রোধ এবং সিন্ডিকেট থেকে প্রকাশনা শিল্পকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন বই প্রকাশক ও বিক্রেতারা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন বলেন, ‘দুই গুণ-তিন গুণ দাম দিলে দেশে যে কোনও পরিমাণ কাগজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। ঘটনা প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা দরকার– বাস্তবতাটা আসলে কী। সরকার ছাড়াও কাগজের মিল-মালিক ও ব্যবসায়ীরা এ ক্ষেত্রে এখনই কার্যকর ভূমিকা নিতে পারেন।’

তিনি বলেন, ‘কাগজের উচ্চমূল্যের কারণে কাগজসংশ্লিষ্ট মুদ্রণ, পত্র-পত্রিকা, পড়ালেখা, সৃজনশীল ও মননশীল সাহিত্য রচনা, নতুন লেখক সৃষ্টি এবং প্রকাশনা শিল্পের ছাপা ও অন্যান্য শাখা মুখ থুবড়ে পড়তে বাধ্য। সেটা ঘটলে আমাদের মেধাগত ও সৃষ্টিশীল উন্নয়ন ব্যহত হবে। ফলে বাহ্যিক উন্নয়ন অনেকাংশই অর্থহীন হয়ে পড়বে, যার সুদূরপ্রসারী পরিণতি হবে ভয়ানক।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে কয়েকটি সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো– উদ্ভূত সমস্যা সমাধানে সরকারি প্রতিনিধি, কাগজের মিলমালিক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি এবং কাগজ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় পূর্বক কারণ চিহ্নিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা; দ্রুততম সময়ে বিদেশ থেকে কাগজ আমদানিকে ভ্যাটমুক্ত ঘোষণা করা; দেশের সব ক্ষেত্রে ব্যবহৃত কাগজকে রিসাইকেলিং কাজে ব্যবহার করার ব্যবস্থাকে স্বাভাবিক রাখা; কতিপয় অসাধু ব্যবসায়ীর গুদামজাত করা কাগজ (যদি থাকে) স্বাভাবিক মূল্যে বিক্রির ব্যবস্থা করা; শুল্ক হ্রাস করা ছাড়াও ভর্তুকি বা প্রণোদনামূলক ছাড় সরকার কর্তৃক দেওয়ার বিষয়টি ভেবে দেখা।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্যামল পাল, মাজহারুল ইসলাম, মির্জা আলী আশরাফ, আলমগীর শিকদার লোটন, ওসমান গনি, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ