X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ২২:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২৩:৫৯

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন রাজধানীতে। যেকোনও ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা। পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো এসব তথ্য জানায়। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে হেলিকপ্টারেও টহল দেবে র‌্যাব।

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর  বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিএনপির গণসমাবেশ নিয়ে নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে যেসব শর্ত বিএনপিকে দেওয়া হয়েছিল, সেগুলোই থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছকও থাকবে একই রকম। পোশাকে এবং সাদা পোশাকে সেখানে অনেক পুলিশ কাজ করবে। এর আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম, একই নিরাপত্তার ব্যবস্থা গোলাপবাগ মাঠেও প্রয়োগ করবো। সমাবেশ ঘিরে আমাদের পর্যাপ্ত পুলিশ মাঠের চারপাশে এবং আশেপাশের এলাকাগুলোতে কাজ করবে।’

কী পরিমাণ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে— এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘সংখ্যা বিবেচনার চেয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য এবং সমাবেশ যেন সুন্দরভাবে শেষ হয়, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য মাঠে থাকবেন।’

র‌্যাব ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠকেন্দ্রিক বিভিন্ন ঝুঁকি বিবেচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কাজ করছি। মাঠের আশেপাশে বিভিন্ন নির্মাণাধীন বাসা-বাড়ি রয়েছে এবং অনেক ভবন রয়েছে। এছাড়া বিভিন্ন অলিগলি রয়েছে। মাঠের বেশ কিছু অংশে ইটের খোয়া রয়েছে, যা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তারপরও বিএনপির সমাবেশে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়, সেজন্য  নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছি। আমরাও চাই, বিএনপি তাদের সমাবেশ নিরাপদে শেষ করবে।’

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাঠে থাকবে আনসার বাহিনীর ৪ হাজার সদস্য। আনসারের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় চার হাজার আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে। এর আগে পুলিশ সদস্যদের সঙ্গে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতেন আনসার সদস্যরা। এবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বড় একটি সংখ্যা যুক্ত হয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।’

/কেএইচ/আরটি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ