X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

 ‘সানমুন টাওয়ার’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:২৭

বাংলা ট্রিবিউনে ৯ জানুয়ারি প্রকাশিত ‘সানমুন টাওয়ার ভাঙা নিয়ে ডিএসসিসি-রাজউকের দ্বিধাদ্বন্দ্ব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সানমুন টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান এমআর ট্রেডিং কোম্পানি।

বুধবার (১১ জানুয়ারি) সানমুন টাওয়ার ও এমআর ট্রেডিং কোম্পানির ম্যানেজার শাহজাহান সিরাজের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়—  ‘বাংলা ট্রিবিউন ডট কম’ এ ৯ জানুয়ারি প্রকাশিত ‘সানমুন টাওয়ার ভাঙা নিয়ে ডিএসসিসি-রাজউকের দ্বিধাদ্বন্দ্ব’ শিরোনামে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও মনগড়া। জুলাই ২০২২ তারিখে চিঠি দিয়ে সানমুন টাওয়ার অপসারণের বিষয়ে যে কথা বলা হয়েছে, তা সঠিক নয়।’

এতে আরও বলা হয়, ‘সানমুন টাওয়ার অপসারণ সংক্রান্ত কোনও চিঠি ভবন নির্মাতা কোম্পানি এমআর ট্রেডিং পায়নি। সরকারের যথাযথ নিয়ম ও ঢাকা সিটি করপোরেশনের অনুমোদিত নকশা অনুযায়ী, রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের ৩৭ দিলকুশায় উক্ত সানমুন টাওয়ার নির্মাণ করা হয়েছে। ভিত্তিহীন এই সংবাদ প্রকাশ করায় নির্মাতা কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে কী ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে এমআর  ট্রেডিংয়ের প্রতিবাদ পত্রে তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। এছাড়া, প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে যে, ‘সানমুন টাওয়ার অপসারণে এমআর ট্রেডিংকে চিঠি দেওয়া হয়েছে’ বলে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ আছে। কিন্তু আমরা বলতে চাই যে,এমন কোনও তথ্য বাংলা ট্রিবিউনের রিপোর্টে পরিবেশন করা হয়নি।

এমআর ট্রেডিংয়ের দাবি, ‘সরকারের যথাযথ নিয়ম ও ঢাকা সিটি করপোরেশনের অনুমোদিত নকশা অনুযায়ী রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের ৩৭ দিলকুশায় উক্ত সানমুন টাওয়ার নির্মাণ করা হয়েছে।’

কিন্তু প্রতিবাদপত্রে তারা যে তথ্যটি আড়াল করেছে, সেটি হলো— একটি ২৩ তলা ভবন নির্মাণের জন্য এমআর ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ঢাকা সিটি করপোরেশন। পরে এই চুক্তিকে পাশ কাটিয়ে এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে ওই প্লটে ২৩ তলার বদলে ৩০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করে এমআর ট্রেডিং। সিটি করপোরেশনের একটি প্রতিবেদনেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা এই প্রতিবেদকও দেখেছেন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্যই প্রতিবেদকের নিজস্ব বক্তব্য নয়। বরং ভবনটি নির্মাণের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সিটি করপোরেশনের তৈরি প্রতিবেদনের তথ্যই জনস্বার্থে বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে মাত্র। বাংলা ট্রিবিউন বরাবরই সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ।এ ক্ষেত্রেও সেটাই ঘটেছে।

আরও পড়ুন:

বঙ্গভবনের নিরাপত্তায় হুমকি: ‘সানমুন টাওয়ার’ ভাঙা নিয়ে ডিএসসিসি-রাজউকের দ্বিধাদ্বন্দ্ব

/ আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলায় বিএমএ’র প্রতিবাদ
জিয়ার ম্যুরাল ভাঙার প্রতিবাদে বিএনপির আলটিমেটাম
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!