X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলায় বিএমএ’র প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ এপ্রিল ২০২৪, ২০:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২০:২৩

চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ডা. রিয়াজ উদ্দিন শিবলু ও ডা. রক্তিম দাশের ওপর সন্ত্রাসী হামলা ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সোমবার (১৫ এপ্রিল) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে চিকিৎসক নেতারা বলেন, চিকিৎসারত অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন নামধারী একদল দুর্বৃত্ত কর্তৃক চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন শিবলু ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অজুহাতে পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর সন্ত্রাসী হামলা ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বেসরকারি পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে পাঠিয়ে অন্য রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় আহত রোগীর অনুসঙ্গী নামধারী একদল হঠাৎ করে ডা. রক্তিম দাশের ওপর অতর্কিতভাবে চড়াও হয়ে হামলা চালায় এবং চিকিৎসা সরঞ্জাম নষ্ট করে। এ হামলায় ডা. রক্তিম দাশ গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, গত ১৪ এপ্রিল দুপুরে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসারত এক শিশুর মৃত্যু হলে শিশুর পিতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত সেবা প্রধানকারী শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুকে বেধড়ক পিটুনি দিয়ে হাসপাতালের মেঝেতে ফেলে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় হাসপাতালের কর্মচারীরা ডা. রিয়াজ উদ্দিন শিবলুকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিবৃতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই দুই ঘটনায় কর্তব্যরত চিকিৎসককে মারধর করে গুরুতর আহত ও হাসপাতাল দুটিতে ত্রাসের সৃষ্টি করে অন্য রোগীদের মাঝে আতংক তৈরি করার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানায়।

নেতারা বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসক নিপীড়ন ও চিকিৎসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা রোধে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবি। এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ক্রম অগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। উক্ত ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি প্রদান এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, প্যাডেল রিকশা ভাঙচুরের অভিযোগ
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন
সর্বশেষ খবর
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল