X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাসায় দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেল খোঁজাই ছিল তার কাজ!

রিয়াদ তালুকদার
১৭ জানুয়ারি ২০২৩, ২১:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২১:২৬

পেশায় অটো রিকশাচালক। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে বাসাবাড়ির নিচে পার্কিংয়ে থাকা মোটরসাইকেল খুঁজতো মো. জসিম (৩৫)। দিনে রিকশা চালাতো। রাতে টার্গেট করা বাসার গ্রিল কেটে পার্কিংয়ে থাকা মোটরসাইকেল চুরি করতো।

গত ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহজমপুর গোবিন্দপুরের রাধুরচর এলাকা থেকে তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলো– মো. হারুন (২৮) আশিক বিশ্বাস (২৯) রাজিব (২০) ও মহসিন (২০)। এ সময় উদ্ধার করা হয় তিনটি চোরাই মোটরসাইকেল।

গ্রেফতার ব্যক্তিরা

মিরপুর মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় জসিমের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়ে সে প্রায় ২০ বারের মতো কারাগারে যায়। সবশেষ তিন মাস আগে কারাগার থেকে ছাড়া পায়। কারাগার থেকে বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেফতার হয় সে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ওই চোর চক্রটি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করতো। সেগুলো নিয়ে যাওয়া হতো নারায়ণগঞ্জে। বাসাবাড়ির গ্রিল কেটে জসিম নিজেই মোটরসাইকেল চুরি করে নারায়ণগঞ্জ পৌঁছে দিতো। যেখানে চক্রের সদস্য হারুন মোটরসাইকেলের গ্যারেজ পরিচালনা করতো। পরবর্তী সময়ে সেখান থেকেই চোরাই মোটরসাইকেলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। সবশেষ চুরি করা হয় হোন্ডা কোম্পানির সিবিআর নামে একটি মোটরসাইকেল, যার দাম সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা। ওই মোটরসাইকেলটি তারা বিক্রি করে ৭০ হাজার টাকায়। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারে ছিল হারুনের গ্যারেজ। সেখানে কাজ করতো আশিক বিশ্বাস। রাজিব ও মহসিন ছিল হারুনের বন্ধু। তাদের নিয়ন্ত্রণ করতো জসিম।

উদ্ধার মোটরসাইকেল

রিমান্ডে জিজ্ঞাসাবাদে জসিম জানায়, ২০১৩ সাল থেকে সে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তার ভায়রার হাত ধরে চুরি শুরু করে। কিছুদিনের মধ্যে নিজেই একটি মোটরসাইকেল চুরির গ্রুপ তৈরি করে। বর্তমানে পাঁচ জন সদস্য থাকলেও ওই চক্রের সদস্য ২০ জন। পুরো ঢাকা শহরেই চুরি করতো তারা। গত ১০ বছরে ঢাকা শহরে চক্রটি পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, জসিম ওরফে সোহাগ ওরফে বাইক জসিম গত ১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে। চুরি করতে গিয়ে ১৩টি মামলায় ২০ বার জেলে গিয়েছে। সে ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ির পার্কিংয়ে থাকা মোটরসাইকেল চুরি করতো।

 

/আরকে/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!