X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৩, ১৩:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৩:৫৩

আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মাওলানা জুবায়ের জানান, বায়তুল মোকাররম মসজিদে প্রয়াত মুফতি শহীদুলের জানাজা হবে জুমার নামাজের পর। এরপর কেরাণীগঞ্জে একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এদিকে, মুফতি শহীদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আল মারকাজুল ইসলামীর একাধিক কর্মকর্তা জানান, মুফতি শহীদুল ইসলাম ১৫ মার্চ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের ঝিলটুলী এলাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পিতা শামসুল হক সরদার। পাকিস্তানের করাচি নিউটাউন মাদ্রাসা থেকে ১৯৮৮ সালে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জনের পর ইফতা কোর্স সম্পন্ন করেন।

গত ২৪ জানুয়ারি কেরাণীগঞ্জে জামিআতুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার ২০২৩ সালের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মুফতি শহীদুল (বসে আছেন)

১৯৮৮ সালে মুফতি শহীদসহ আরও কয়েকজন আলেমদের সমন্বয়ে গঠিত হয় আল মারকাজুল ইসলামী। সংস্থাটিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নানা অভিযোগে মুফতি শহীদুলের এনজিও আল মারকাজুল ইসলামী বাংলাদেশকে রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ করে কক্সবাজার জেলা প্রশাসন। পরে করোনা ভাইরাসের সংক্রমণের সময় মৃতদের দাফন ও সৎকার কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনায় আসে সংস্থাটি।

পরিবারের সূত্র বলছে, মুফতি শহীদুল জীবদ্দশায় অনেক মামলার আসামি ছিলেন। যে কারণে গত ১৫ বছর ধরে তিনি অধিকাংশ সময় বিদেশেই (কারও মতে দুবাই) ছিলেন। প্রতি বছর প্রায় নিয়ম করে ওমরা পালন করতেন। দেশের একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল।

মুফতি শহীদুল ইসলাম নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনার কাছে ৪ হাজার ২৩৩ ভোটে পরাজিত হন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শহীদুল বিজয়ী হন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন মুফতি শহীদুল।

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে