X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বইমেলায় ফায়ার সার্ভিসের ভিন্ন আয়োজন

কবির হোসেন
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০১

অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের উদ্যোগ চালু হয়েছে থ্রিডি ফায়ার সিমুলেশন গেমস। ফেব্রুয়ারিজুড়ে মেলায় আসা শিশু-কিশোর-বৃদ্ধাসহ সব শ্রেণির মানুষের ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) প্রযুক্তিতে খেলার মাধ্যমে আগুন নেভানোর নানা রকম কৌশল শেখাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস।

প্রতিবছরের মতো এবারও আয়োজনের কমতি রাখেনি ফায়ার সার্ভিস। প্রশিক্ষণের পাশাপাশি সংস্থাটি বুক স্টলে পাওয়া যাচ্ছে আগুন থেকে সাবধান হওয়া, বেসিক ফার্স্ট এইড ফর মেডিক্যাল ইমার্জেন্সিস, ভূমিকম্পের সচেতনতা, বজ্রপাতে নিরাপত্তা, ফায়ার সেফটি গাইড মতো ডজনের বেশি বই। অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের পাশেই ফায়ার সার্ভিসের আগুন নেভানোর প্রশিক্ষণকক্ষটি অবস্থিত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের সামনে গেলে দেখা যায়, লোকজনের ভিড়। কেউ কেউ অগ্নিনির্বাপকের বই কিনে নিচ্ছে। আবার অনেকে খেলার মাধ্যমে শিখে নিচ্ছে অগ্নিকাণ্ড থেকে বাঁচার কৌশল।

অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বইমেলায় ফায়ার সার্ভিসের ভিন্ন আয়োজন

সেখানে ভিআর গেমস খেলার পর বেসরকারি চাকরিজীবী নিদ্রা নামে একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নেভানোর যন্ত্র সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। অফিসে শুধু দেখেছি। তবে এ খেলাটা খেলার পর এ বিষয়ে জ্ঞান আমার আরও প্রসারিত হয়েছে। একটি আগুন নিভানোর যন্ত্র কীভাবে ব্যবহার করা হয়, এ খেলাটির মাধ্যমে কিছুটা ধারণা পেয়েছি।’

মেলায় আসা শিশুরাও আনন্দের সঙ্গে ভিআর গেমস খেলছে। খেলার মাধ্যমে শিখে নিচ্ছে নিজেকে রক্ষার কৌশল।

মেলায় ফায়ার স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের দেশের মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে উঠতে পারেনি। আমাদের উদ্দেশ্য আনন্দের মাধ্যমে এসব বিষয়ে মানুষকে সচেতন করা। অগ্নিকাণ্ড বিভিন্ন রকমে দুর্যোগের সময় নিজেকে রক্ষা করতে কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে।’

অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বইমেলায় ফায়ার সার্ভিসের ভিন্ন আয়োজন

শহিদুল ইসলাম বলেন, ‘শিশুদের ভিআর খেলাটি শেখাচ্ছে, যদি কোথাও অগ্নিকাণ্ড হয়, সে ক্ষেত্রে কী করতে হবে? ছোট ছোট অগ্নিনির্বাপণ যন্ত্র আছে, সেগুলো কীভাবে ব্যবহার করবে, এসব ভিআর গেমসের মাধ্যেম তাদের শেখানো হচ্ছে। প্রতিদিন শিশু-কিশোররা বই কেনার পাশাপাশি এই প্রশিক্ষণ নিচ্ছে। এ ছাড়া আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বুক স্টল করেছি আমরা। যেখানে পাওয়া যাচ্ছে আগুন নেভানোর কৌশল, ভূমিকম্প হলে করণীয়, প্রাথমিক চিকিৎসা, ভূমিধস বিষয়ক বইসহ আরও অনেক বই।’

তিনি আরও বলেন, ‘বইমেলায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মধ্যে একটি সোহরায়ার্দীতে দায়িত্বে আছে, আরেকটি আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবাও আছে আমাদের। আগুন নেভানোর জন্য পানিবাহী গাড়ি, টু-হুইলার, দুটো পাম্প, ৬টি পয়েন্টে ৬ জন ফায়ার ফাইটার দায়িত্ব পালন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে একইভাবে আমাদের আরেকটি ইউনিট কাজ করছে। সেখানে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে। আমাদের দুটি ইউনিট ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।’

অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বইমেলায় ফায়ার সার্ভিসের ভিন্ন আয়োজন

মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আমাদের স্টেশনে এসে ভিআর গেমস খেলতে পারবেন বলে জানান মো. শহিদুল ইসলাম সুমন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারিতে গভীর রাতে একুশে বইমেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বহু স্টলের ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর থেকে অগ্নিকাণ্ড এড়াতে অতিরিক্ত সতর্কতা থাকছে সংস্থাটি।

/এনএআর/
সম্পর্কিত
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট