সরকার নৌবাহিনীর কর্মকর্তা কমোডর আরিফ আহমেদ মোস্তফাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
বুধবার (১ মার্চ) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কমোডর গোলাম সাদেককে নৌবাহিনীতি ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।