X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
রমজানে রাজধানীতে বাড়তি নিরাপত্তা

পকেটমার ও ছিনতাইকারী ধরতে বিশেষ অভিযানে ডিএমপি

রিয়াদ তালুকদার
২৪ মার্চ ২০২৩, ১৪:০১আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:১৮

রমজান ও ঈদকে সামনে রেখে জনসাধারণের চলাচল এবং শপিং মলগুলোতে কেনাকাটা নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আওতাধীন এলাকায় বিশেষ অভিযান শুরু হচ্ছে।  রমজান শুরুর আগ মুহূর্তে শুরু হচ্ছে এই অভিযান। চলবে ঈদ পর্যন্ত।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীর নিরাপত্তায় কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা। এছাড়া অজ্ঞান ও মলম পার্টি, ছোঁ মারা পার্টি, বিভিন্ন সড়কে ও মোড়ে মোড়ে কিংবা বিভিন্ন শপিং মলে ইভটিচারদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োজিত থাকবে সাদা পোশাকের পুলিশ। শপিং মলে আসা নারী ক্রেতা এবং বিভিন্ন শপিংমলে কর্মরত নারী বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থায় দায়িত্বে থাকবেন নারী পুলিশের সদস্যরাও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডিএমপির সূত্র বলছে, বিভিন্ন মার্কেটে পকেটমারসহ  যাদেরকে সন্দেহ হবে, তাদেরকেই তল্লাশি করা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে। মোটরসাইকেলে থাকবে টহল টিম। রমজানের প্রথম সপ্তাহ থেকেই জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। যাতে মানুষ নির্বিঘ্নে নগরীতে যাতায়াত এবং কেনাকাটা শেষে  নির্বিঘ্নে বাসায় ফিরতে পারেন।

ডিএমপি বলছে, এছাড়াও রাস্তার মোড়ে বখাটেদের উৎপাত ঠেকাতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন মার্কেটে থাকা কমিউনিটি পুলিশকেও সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, রমজান মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে ভিক্ষুকরা রাজধানীতে আসেন। এসব বিষয়েও পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এছাড়া রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাসে অনেকেই রাস্তার পাশে ইফতারির দোকান বসান। তারা সিলিন্ডার ব্যবহার করে ইফতার তৈরি ও বিক্রি করেন।  রাস্তার পাশে কিংবা ফুটপাতে সিলিন্ডারে কোনও ধরনের রান্নার অনুমতি দেওয়া হবে না। তবে ফুটপাতে সারা বছর হকাররা যেসব জিনিসপত্র বিক্রি করেন, তাদেরকে ফুটপাতেই থাকতে হবে। ফুটপাতের বাইরে রাস্তার পাশে বা ওপরে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। এসব বিষয়ে সংশ্লিষ্ট এলাকার ডিসিদের (ডিএমপির ডেপুটি কমিশনার) নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, যেসব ছিনতাইকারীকে গ্রেফতার করা হচ্ছে— আদালত থেকে জামিনে বের হয়ে তারা আবারও একই ধরনের কাজে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিনতাইকারী, পকেটমার কিংবা অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যদের গ্রেফতারের পর জুডিশিয়ালি সিস্টেমের ধারাবাহিকতায় আইনের আওতায় এনে জেলে পাঠানো হচ্ছে। চোর ও ছিনতাইকারীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তায় তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির প্রতিটি সদস্য। পকেটমার ও ছিনতাইকারীদের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব বিষয় কঠোরভাবে মনিটরিং করা হয়। রমজানের প্রথম সপ্তাহে যদি ব্যাপক সংখ্যক পকেটমার ও ছিনতাইকারী গ্রেফতার করা হয়, তাহলে ঈদের আগ মুহূর্তে তাদের তৎপরতা অনেকটাই কম থাকে। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

/এপিএইচ/
সম্পর্কিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বশেষ খবর
প্রান্তিক খামারিদের জন্য সরকারি সহায়তাসহ ১০ দাবি
প্রান্তিক খামারিদের জন্য সরকারি সহায়তাসহ ১০ দাবি
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার