X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আমরা সুস্থ ও সুষ্ঠু সাংবাদিকতায় বিশ্বাসী

কাজী আনিস আহমেদ
১৩ মে ২০২৩, ০০:০১আপডেট : ১৩ মে ২০২৩, ০০:১৯

নবম বছর পার করে দশম বছরে পা রাখলো বাংলা ট্রিবিউন। দেশের গণমাধ্যম জগতে, এমনকি দেশ-বিদেশে বাংলাভাষী পাঠকের কাছে বাংলা ট্রিবিউন এখন একটি সুপরিচিত নাম এবং আস্থার প্রতীক। এটা আমাদের বড় অর্জন। গণমাধ্যমের প্রতিযোগিতামূলক এই সময়ে পাঠক মহলের আস্থা অর্জন খুব একটা সহজ নয়। তবে আমরা এটা করতে সক্ষম হয়েছি। কারণ, বিগত বছরগুলোতে পাঠকের চাহিদা পূরণে সর্বদাই সঠিক সময়ে সঠিক সংবাদটি পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। আর এ কাজটি সম্ভব হয়েছে বাংলা ট্রিবিউনের দক্ষ, চৌকস ও বিচক্ষণ সম্পাদক জুলফিকার রাসেলের নেতৃত্বে একদল নিষ্ঠাবান সাংবাদিক ও কর্মীর নিরলস প্রচেষ্টার কারণে। তাদের সততা, নিষ্ঠা, সাহস ও সত্য প্রকাশের অঙ্গীকার বাংলা ট্রিবিউনকে একটি শক্তিশালী ভিতের ওপরে দাঁড় করিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি আমাদের আরও আত্মবিশ্বাসে বলীয়ান করেছে।  

আমরা সুস্থ ও সুষ্ঠু সাংবাদিকতায় বিশ্বাসী। ফলে গণমাধ্যমের অসুস্থ প্রতিযোগিতাকে পাশ কাটিয়ে শুরু থেকেই আমরা সঠিক তথ্যকে গুরুত্ব দিয়ে সত্য সংবাদটি প্রকাশ করে আসছি। আর এটা পাঠকের সঙ্গে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমাদের এই প্রচেষ্টা এখনও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রাকালে আমাদের প্রেরণার মূল উৎস ও অঙ্গীকার ছিল বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, যা আমাদের পথচলাকে শক্তি জুগিয়েছে, করেছে মসৃণ। এই অঙ্গীকার আমাদের বর্তমান ও ভবিষ্যতের পথচলাকেও আরও উজ্জীবিত করবে বলে আমরা বিশ্বাস করি।

করোনার অপঘাত যেতে না যেতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বকে টালমাটাল অবস্থানে দাঁড় করিয়েছে। বাংলাদেশ এবং দেশের গণমাধ্যমেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে রাষ্ট্র ও সমাজে এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাবটা সুদূরপ্রসারী। তবে সব ধরনের বাধাবিঘ্ন মোকাবিলা করে আমরা দেশ ও দেশের জনগণের পাশে আছি। একটি সুন্দর ও সফল বাংলাদেশ বিনির্মাণে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে, এ অঙ্গীকার আমরা জোর গলায় করতে পারি।

শুধু সংবাদের ওপর নির্ভর গণমাধ্যমের টিকে থাকা কঠিন। বিশেষ করে সংবাদপত্রের বিকাশে বিজ্ঞাপনদাতাদের অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে বরাবরই আমরা বিজ্ঞাপনদাতাদের সমর্থন পেয়ে আসছি, তাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি বাংলা ট্রিবিউনের সঙ্গে থাকার জন্য নতুনদেরও আহ্বান করছি।

সাংবাদিক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, সবাই মিলে বাংলা ট্রিবিউন এখন একটি বড় পরিবার। আর আমরা এই পরিবার সম্মিলিতভাবে ভবিষ্যতে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করে যাবো, বাংলা ট্রিবিউনের নতুন বছরে এটাই আমাদের অঙ্গীকার।

লেখক: প্রকাশক, বাংলা ট্রিবিউন

/এপিএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে