X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

১৩ দফা দাবিতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৫:০৭আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:০৭

পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তোলাসহ ১৩ দফা দাবি জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার (১৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘সম্পূর্ণ দেশিয় কাঁচামাল নির্ভর চামড়াশিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাত হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের স্থানীয় বাজারের চাহিদা পূরণেও চামড়ার গুরুত্ব অপরিসীম। কিন্তু এই শিল্পের শ্রমিকরা শোষিত, বঞ্চিত ও নির্যাতিত। চাকরিচ্যুতির পাশাপাশি নানা সমস্যায় জর্জরিত হয়ে কোনোমতে টিকে আছে শ্রমিকরা।’

সংগঠনটির দাবিগুলো হলো– দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড গঠন, নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও ঘোষণা করতে হবে; সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এবং সিবিএ চুক্তি অনুযায়ী যে ন্যূনতম মজুরি নির্ধারিত রয়েছে তার কম মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ না করা; শ্রম আইনের সব ধারা বাস্তবায়নে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া, নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া ছাড়া শ্রমিক নিয়োগ না করা; শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সেফটি কমিটি গঠন ও কার্যক্রম জোরদার এবং পরিদর্শন কার্যক্রম জোরদারের ব্যবস্থা গ্রহণ করা; শিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং আবাসনের ব্যবস্থা করা; প্রসূতি কল্যাণ সুবিধার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা; সোশাল কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনা ও সিইটিপিকে কার্যকর করে পরিবেশবান্ধব ও আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তুলে লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের পথ অগ্রসর করা; অসৎ উদ্দেশ্যে চাকরিচ্যুত ও শ্রমিক হয়রানি বন্ধ করা; মধ্যস্বত্বভোগী ঠিকাদারের মাধ্যমে কাজ করানো বন্ধ করা; আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতসহ ট্রেড ইউনিয়ন চর্চায় বহির্ভূত হস্তক্ষেপ বন্ধ করা; জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া; ট্যানারি শিল্পকে আনুষ্ঠানিক সেক্টরের ধারাবাহিকতায় ফিরিয়ে আনা; হ্রাসকৃত মূল্যে শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার ব্যবস্থা করা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মাউশির ৪ পদের চূড়ান্ত ফলের দাবি
এনবিআরের অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা
৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন