X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফাঁসি ঠেকাতে এসে ফেঁসে যাচ্ছিলেন আইনজীবী

বাহাউদ্দিন ইমরান
১৪ মে ২০২৩, ২২:৩০আপডেট : ১৪ মে ২০২৩, ২৩:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় রিভিউ নিষ্পত্তির পর আসামিদের ফাঁসি ঠেকাতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই মামলার আবেদনে সর্বোচ্চ আদালতকে সম্বোধন করা কিছু শব্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর সে বিষয়ে পুনরায় মামলা হাইকোর্টে আনায় আইনজীবীকে জরিমানা করতে চেয়েছিলেন আদালত। তবে ক্ষমা চাওয়ায় জরিমানা থেকে মুক্তি মিলেছে আইনজীবীর।

রবিবার (১৪ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটির শুনানিকালে এসব ঘটনা ঘটে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারীদের আইনজীবী তাজুল ইসলাম। অপরদিকে ড. তাহেরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, শাকিলা রওশন, অধ্যাপক তাহেরের মেয়ে অ্যাডভোকেট সাগুফতা তাবাসসুম আহমেদ প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস  তাহের হত্যা মামলায় আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা দুই আসামি হলো—একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম। অপর দুই আসামি মো. জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর বড় ভাই আব্দুস সালামের যাবজ্জীবন দণ্ডও বহাল রাখেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন।

পরে তাহের হত্যা মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে গত ৭ মে হাইকোর্টে রিট দায়ের করা হয়। দুই আসামির পক্ষে তাদের ভাই ও স্ত্রী রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, এ মামলায় আসামিদের আটক, গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশনার ব্যত্যয় হয়েছে। তাই এক আসামির ভাই ও আরেক আসামির স্ত্রী পৃথক রিট আবেদন করেন। তাই রিটে আসামিদের ফাঁসি কার্যকর স্থগিত চাওয়া হয়।

রবিবার (১৪ মে) মামলাটির শুনানিকালে রিট আবেদনের কিছু যুক্তি আদালতের সামনে তুলে ধরা হয়, যার একটি যুক্তিতে রিটকারীর ফাইলিং আইনজীবী লিখেছেন, ‘অ্যাপিলেট ডিভিশন কনডাক্ট গ্রস ইলিগ্যালিটি'। বিষয়টি নিয়ে আদালত বলেন, এ ধরনের যুক্তি লেখার কোনও সুযোগ নেই। এটা গুরুতর আদালত অবমাননা। তখন এ বিষয়ে ফাইলিং আইনজীবীর কাছে ব্যাখ্যা চান আদালত।

এ পর্যায়ে ফাইলিং আইনজীবী তাজুল ইসলাম আদালতকে বলেন, ‘এটা অসতর্কতার কারণে হয়েছে। আমি ক্ষমা চাচ্ছি। এ ধরনের যুক্তি লেখার (রিট আবেদনে) কোনও উদ্দেশ্য ছিলও না।’

হাইকোর্ট বলেন, এ ধরনের যুক্তি লিখলে জনমনে সর্বোচ্চ আদালত সম্পর্কে কী ধারণা যাবে? রিট পিটিশনে এ ধরনের ভাষা খুবই দুঃখজনক। এ ধরনের যুক্তি লেখার দায়দায়িত্ব ফাইলিং ল ইয়ারের। হাইকোর্ট ডিভিশন ইলিগ্যালিটি করলে আপিল বিভাগে বলার সুযোগ আছে। কিন্তু আপিল বিভাগ ইলিগ্যালিটি করেছে— সেটা রিট আবেদনে বলার সুযোগ কোথায়?

একপর্যায়ে ড. তাহেরের আইনজীবী সাইদ আহমেদ রাজা আদালতকে বলেন, ‘এ ধরনের রিট পিটিশন আনার জন্য দৃষ্টান্তমূলক জরিমানা করা উচিত। কারণ, ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তির কয়েকটি ধাপ রয়েছে। সেগুলো আইন অনুযায়ী সম্পন্নের পর ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। কিন্তু রিট আবেদন করে সেই প্রক্রিয়াতে বিঘ্ন ঘটানো হয়েছে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী আদালতকে বলেন, ‘দুই আসামি এই পিটিশন করেনি। করেছে তাদের স্ত্রী ও ভাই। এ ধরনের আবেদন করে ফাঁসি কার্যকরের প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়েছে।’

হাইকোর্ট বলেন, এ ধরনের পিটিশন হাইলি কন্টেমচ্যুয়াস (চরম আদালত অবমাননা)। উই আর শকড। এ ধরনের পিটিশন আনার কারণে আমরা কস্ট (মূল্য) দেবো। তখন ফাইলিং ল ইয়ার আদালতের কাছে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন।

একপর্যায়ে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে আইনজীবীকে জরিমানা না করে হাইকোর্ট রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

/এপিএইচ/
সম্পর্কিত
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার