X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এবার সার্টিফিকেট পোড়ালেন ঢাকা কলেজের শিক্ষার্থী

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০১ জুন ২০২৩, ০৯:১৭আপডেট : ০১ জুন ২০২৩, ০৯:১৯

সম্প্রতি ফেসবুকে লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে আলোচনায় আসেন ইডেন কলেজের শিক্ষার্থী মুক্তা সুলতানা। এবার নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন আব্দুস সালাম নামের ঢাকা কলেজের এক সাবেক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ মে) সালাম তার সার্টিফিকেট আগুনে পুড়িয়ে পরবর্তী সময়ে সেই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

আব্দুস সালাম জানান, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, রেজাল্টও ভালো ছিল। পড়াশোনা শেষে এনএসআই, রেলওয়ে ও পুলিশের এসআইসহ সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে আবেদন করেও কোনও চাকরি পাননি। অনেক চাকরির ভাইভা পর্যন্ত গিয়েও বাদ পড়েছি। এখন আমার চাকরির বয়সসীমা শেষ। তাই এই অকেজো সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছি। আমি চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট পোড়াইনি। সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে এই সার্টিফিকেট পুড়িয়েছি।

আমি চাই চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হোক

এর আগে মুক্তা সুলতানা সার্টিফিকেট পোড়ানোর পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের একটি প্রকল্পে চাকরি পেয়েছেন।

তবে চাকরির বয়সসীমা না বাড়িয়ে সার্টিফিকেট পোড়ানোর কারণে মুক্তাকে চাকরি দেওয়া ঠিক হয়নি উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় এটা ঠিক করেননি। একজনের জন্য আলাদা নিয়ম হতে পারে না। সবার জন্য চাকরির বয়সসীমা বাড়ানো দরকার। তাহলে সবাই এই সুযোগ পাবে। আমি সার্টিফিকেট পুড়িয়েছি, তার মানে এই না যে আমাকে চাকরি দিতে হবে। আমি চাই চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হোক। এতে আমার না হোক পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। তাদের হয়তো এভাবে আর হতাশায় পড়ে কখনও সার্টিফিকেট পোড়াতে হবে না।

জানা যায়, আব্দুস সালাম ২০০৬ সালে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। চাকরি না পেয়ে সালাম বর্তমানে তার নিজ এলাকায় (মোহনগঞ্জ) রেস্টুরেন্ট ব্যবসা করছেন।

/এনএআর/
সম্পর্কিত
ছাদের পলেস্তরা খসে আহত শিক্ষার্থী, হল সংস্কারের জোর দাবি
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা