X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১
বোঝাপড়ার হাট ছিল আজ

বৃষ্টিতে দাম কমেছে কোরবানির পশুর

জুবায়ের আহমেদ
২৭ জুন ২০২৩, ১৯:২০আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:৪৭

সকাল থেকেই রাজধানী জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঈদের আর একদিন বাকি থাকলেও এই বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার উপস্থিতি কম। এ নিয়ে নানা শঙ্কায় পশু বিক্রেতারা। তাদের প্রত্যাশা অনুযায়ী দাম বলছেন না কেউই। তাই বৃষ্টি কমার আশায় রয়েছেন গাবতলীর পশু বিক্রেতারা। তারা বলেন, বৃষ্টি হলে দাম পড়ে যায়, আবার রোদ উঠলে দাম বাড়ে।

এদিকে গত কয়েক দিনের তুলনায় আজ হাটে গরু দাম কিছুটা কম বলে মনে করেন কোরবানির পশু কিনতে আসা কিছু ক্রেতা। আবার অনেক ক্রেতাই বলছেন, এখনও চড়া দাম হাঁকা ছাড়ছেন না পশু বিক্রেতারা। তাই আজ দাম-দর দেখে যাচ্ছেন। পছন্দ হলে নেবেন। না হয় আগামীকাল (বুধবার) আসবেন।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর গাবতলী গরুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকে ক্রেতাদের তেমন ভিড় নেই। দুপুরের পর থেকে সেই সংখ্যা কিছুটা বাড়তে থাকে। আগত বেশিরভাগ ক্রেতাদের নজর মাঝারি আকারের গরুর প্রতি। তবে লাখের নিচে ভালো গরু কেনা সম্ভব না বলে জানান ক্রেতারা।

এদিকে গরু লালন-পালনের ব্যয় বেড়ে যাওয়ায় চাইলেও কমে বিক্রি করতে পারছেন না বলে জানান বিক্রেতারা।

মঙ্গলবার হাটে ভিড় হলেও বিক্রি আশানুরূপ হয়নি বলে জানান ব্যাপারীরা

গরু পালনে খরচ বেশি জানিয়ে সজিব নামে এক খামারি বলেন, ‘আমার গরুরে ১৮০০, ১৯০০ টাকা বস্তা মাঝে দাম বাড়ায় ২২০০ টাকা বস্তায় ভুসি খাওয়াইছি। মোট ৫ লাখ টাকা খাওনেরই খরচ গেছে। আমি লিখে রাখছি। তার ওপর আরও অন্যান্য খরচ আছে। ঢাকায় আনতে খরচ গেছে। এখন দামই কয় ৫ লাখ টাকা। তারা (ক্রেতারা) তো মনে করে গরুর এত দাম হয় কেমনে। দাম তো গরুর না, গরু পালতে খরচ। ওইটার দাম দিবো না।’

এদিকে মাঝারি আকারের গরুতে ভালোই লাভের দেখা পাচ্ছেন জানিয়ে কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে আসা মুক্তার ব্যাপারী বলেন, ১৪টা গরুর এখন ৮টা আছে। গত দুই দিন বিক্রি হয়েছে। আজ সকাল থেকে বিক্রি নাই। দেখি আরও একদিন তো আছে।

আবহাওয়া ভালো হলে ঈদের আগের দিন মূলত বিক্রি জমে উঠবে বলে মনে করছেন হাট সংশ্লিষ্টরা

হেমায়েতপুর ৮টি গরু নিয়ে আসা আরেক ব্যাপারী শিহাব বলেন, ‘আমি পালি না, ঈদের সময় এলাকা থেকে গরু নিয়া আসি। ৩টা বিক্রি হইছে। আর ২টা বিক্রি হইলে চলবো। বাকিগুলা বিক্রি না হইলেও লস নাই। বাড়ি ফেরত নিয়া যাবো।’

কেমন দামে বিক্রি হলো জানতে চাইলে শিহাব বলেন, এখন যেইটা আছে সাড়ে ছয় মণ, ১ লাখ ৭৫ হাজার টাকা চাইছি। আশপাশে দাম উঠলেই দিয়া দিমু। আর সকালে দুইটা বেচছি ৯০-৯৫-এ।’

তবে অন্যান্য বছরের তুলনায় এবার হাটে গরুর দাম বেশি হবে এমনটাই ধারণা করে রেখেছিলেন ক্রেতারা। তাই বাজেটও ১ লাখের আশপাশ কিংবা বেশি রাখছেন তারা।

ব্যাপারীরা বলছেন, এবারও বড় গরুর ক্রেতা কম এবং ছোটো ও মাঝারি গরুর চাহিদা বেশি

এ বিষয়ে মিরপুরের ক্রেতা মুয়াজ আহমেদ বলেন, গতকালের তুলনায় দাম ১০ হাজার কম মনে হলেও আসলে তো কম না। অন্যান্য বছরে যেই গরু ৮০ হাজার ৯০ হাজার টাকায় কিনি, সেই গরু এ বছর দামই চায় দেড় লাখ টাকার ওপরে। সব কিছুর দাম যেভাবে বেড়েছে গরুর দামও বাড়বে এমনটাই আশা ছিল। কিন্তু এই দামে তো আমরা গরু কিনে অভ্যস্ত না।

আজ পছন্দ হলে গরু নেবেন, না হয় আগামীকাল আসবেন জানিয়ে বিক্রেতা সানাউল্লাহ মিয়া বলেন, আমরা মাধ্যম আয়ের মানুষ। বাজেটও মাঝারি ছিল, ৬০ থেকে ৭০ হাজার টাকা। এই বছর না হয় ৮০-ই করতে পারবো। এরচেয়ে বেশি যাওয়া তো সম্ভব না। কিন্তু লাখের নিচে তো গরুই দেখি না। বাছুর গরুর দামও দেখি ৭০ চায়। গরুর সাইজ আর টাকার পরিমাণ মিলাতে গেলে হাসিই পায়।

আরও পড়ুন- বৃষ্টিতে বেহাল পশুর হাট, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের

/এফএস/
সম্পর্কিত
নয়াপল্টনে সমাবেশের ‘মৌখিক অনুমতি’ পেলো বিএনপি
খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি
সর্বশেষ খবর
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
১৭ লাখ টাকার জমি দেওয়ার পরও চাকরির জন্য চাইলেন ঘুষ, শিক্ষক কারাগারে
১৭ লাখ টাকার জমি দেওয়ার পরও চাকরির জন্য চাইলেন ঘুষ, শিক্ষক কারাগারে
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন