X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অবরোধে স্টেশনে আটকা পড়েছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৪:০৪আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৫:৩৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ের অস্থায়ী আউটসোর্সিং শ্রমিকরা সকাল থেকে রাজধানীর কাওরান বাজারে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে রবিবার (১৬ জুলাই) সকাল ১০টার পর থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়েছে। টানা তিন ঘণ্টা অবরোধে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনও ট্রেনই ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার ট্রেন যাত্রী।

ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ১১টায় ছাড়ার কথা ছিল। বেলা ১টা হলেও এখনও ছেড়ে যেতে পারিনি। জয়ন্তিকার মতো কিশোরগঞ্জ এক্সপ্রেস, একতা এক্সপ্রেস সকাল থেকেই আটকে আছে স্টেশনে।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। সিলেটগামী জয়ন্তিকার একজন যাত্রী সেলিম মিয়া বলেন, ‘যানজট এড়িয়ে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাবো বলে ট্রেনে যাচ্ছি। অথচ নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলো, ছাড়ার কোনও খবর নেই। শুনেছি কোথাও কীসের অবরোধ দিয়েছে, সব ভোগান্তি আমাদের।’

পাশের আসনের আরেক যাত্রী বলেন, ‘কখন ছাড়বে, সেটাও বুঝতে পারছি না। হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে কীসের অবরোধ!’

এ প্রসঙ্গে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেললাইন আটকে বিক্ষোভের কারণে সকাল থেকে আমাদের সব ট্রেন আটকা পড়েছে। সকাল ১০টার পর একটি ট্রেনও স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। এখনও শ্রমিকরা আন্দোলন করছে। এটি আরও দীর্ঘায়িত হলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।’

রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ (ছবি: নাসিরুল ইসলাম)

এর আগে আজ সকাল ১০টার দিকে রাজধানীর কাওরান বাজারে এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা। এ ঘটনায় কাওরান বাজারে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস আটকা পড়ে।

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে ৭ হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না বলেও জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:

রাজধানীতে রেললাইন অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

/কেএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
স্টেশন মাস্টার ছাড়াই চলছে রেলওয়ে স্টেশন, স্থানীয়দের অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ