X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাড়ে ১২ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করলেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ০৮:৪২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করেছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ জুলাই) সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখা থেকে এই কর পরিশোধ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই বকেয়া দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস।

কর পরিশোধ শেষে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার উপ-কর কমিশনার বরাবর একটি চিঠি লিখেন। এনবিআর ট্যাক্স জোন-১৪ ডেপুটি ট্যাক্স কমিশনারকে (সার্কেল-২৭৮) পাঠানো এক চিঠিতে তিনি বকেয়া কর পরিশোধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, আপিল বিভাগের আদেশ অনুসারে সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে পে-অর্ডারের মাধ্যমে মোট ১২ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ওই চিঠিতে রুহুল বলেন, ‘অনুদানের (ড. ইউনূসের দেওয়া) ওপর বকেয়া কর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। নোটিশের জবাবে মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগ রায় দেন যে দানকর অবশ্যই দিতে হবে, যা করদাতা গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন।’

এর আগে, গত রবিবার (২৩ জুলাই) উচ্চ আদালতের আপিল বিভাগ ড. ইউনূসকে দানকরের বকেয়া এনবিআরকে পরিশোধের নির্দেশ দেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রুল জারি করেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষের এবং অ্যাডভোকেট ফিদা এম কামাল ড. ইউনূসের প্রতিনিধিত্ব করেন।

এর আগে ২০১১–২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ টাকা কর চেয়ে ড. ইউনূসকে নোটিশ পাঠিয়েছিল এনবিআর। এছাড়া কর প্রশাসনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২০১২–২০১৩ করবর্ষে আট কোটি ১৫ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা কর চেয়ে আরেকটি নোটিশ জারি করে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
আদালতে ড. ইউনূস
সর্বশেষ খবর
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’