X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সীমাবদ্ধতা কমিয়ে ক্ষমতা বাড়াতে চায় দুদক

জামাল উদ্দিন
১০ আগস্ট ২০২৩, ১২:০০আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:২৬

দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতির কথাই বলে। যে কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। চলতি অর্থবছরেও সংস্থাটির সক্ষমতা বাড়ানোসহ নানা কাজে ব্যয়ের জন্য ১৮৪ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত মার্চে রাষ্ট্রপতির কাছে দেওয়া ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে দুদক নিজেদের সীমাবদ্ধতা কমিয়ে পর্যাপ্ত আইনি ক্ষমতা চেয়েছে।

বাজেট বরাদ্দের ক্ষেত্রে যা বলা হয়

বরাদ্দ করা টাকা দিয়ে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প’ বাস্তবায়নসহ অন্য বিষয়গুলো তুলে ধরা হয়। ছয়টি বিভাগীয় কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের কথাও বলা হয়েছে এ অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে। দুদকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও দুর্নীতি প্রতিরোধসহ অন্যান্য কেনাকাটায় ব্যয় করা হবে বরাদ্দ করা ১৮৪ কোটি ৭৪ লাখ টাকা।

দুদকের পরিকল্পনা

নিজেদের সক্ষমতা বাড়াতে দুদকের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স ফোর্স (এফএটিএফ) এবং এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিং (এপিজি) সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও মিউচুয়্যাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর বিষয়টি। এ ছাড়া বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় এবং ন্যাশনাল রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রণয়ন সংক্রান্ত কাজের জন্য মানি লন্ডারিং অনুবিভাগে পৃথক ডেস্ক প্রতিষ্ঠা করতে চায় দুদক।

প্রসিকিউশন ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণে দুদক কর্মকর্তারা

এ ছাড়া বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে সমন্বয় ও দ্বিপক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়নে মানি লন্ডারিং অনুবিভাগে আরও একটি ডেস্ক স্থাপনেরও উদ্যোগ রয়েছে দুদকের। যে ডেস্কের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ও ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে। এ জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কৌশলপত্রের অ্যাকশন আইটেমগুলো বাস্তবায়ন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনা সংক্রান্ত টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নেও কাজ করবে এই ডেস্ক।

বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থপাচার হয়ে থাকে, সেসব দেশের সঙ্গে সাক্ষ্য-প্রমাণ আদান-প্রদান, সম্পদ পুনরুদ্ধার, ফ্রিজ, ক্রোক ও বাজেয়াপ্তকরণ কার্যকর করার জন্য দ্বিপক্ষীয় আইনি সহযোগিতা চুক্তি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটলি (এমএলএটি) করতে চায় দুদক। ওইসব দেশের দুর্নীতি দমন ও প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সঙ্গে তথ্য ও ইন্টেলিজেন্স আদান-প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও ব্যবস্থা নিতে চায় তারা। ইতোমধ্যে তিনটি দেশের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তা ছাড়া বিভিন্ন দেশে পাঠানো এমএলএআরের সর্বশেষ অবস্থা পর্যালোচনা ও ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে সমন্বয় সভা করা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক নেটওয়ার্কে যোগদানের পরিকল্পনাও রয়েছে দুদকের। মানি লন্ডারিং, ব্যাংক ও বিমা সংশ্লিষ্ট অপরাধের অনুসন্ধান ও তদন্ত, ফরেনসিক অ্যাকাউন্টিং, ডিজিটাল ফরেনসিক, সার্ভিলেন্স ও আন্ডারকভার বিষয়ে প্রশিক্ষণ ও স্টাডি ট্যুরের আয়োজন করারও পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করতে গিয়ে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্য হতে পারলে দুদক সরাসরি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে। এতে দ্রুত অর্থপাচারের মামলার বিষয়গুলো নিষ্পত্তি করা সহজ হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতেও আইনি পদক্ষেপ নিতে সহজ হবে দুদকের।’

অভিযোগ যাচাই-বাছাই সংক্রান্ত কাজের ফ্লোচার্ট দুদকের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে দুদক সচিব মো. মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ আইন প্রণয়নের পর তফসিলভুক্ত অপরাধের বিষয়ে দুদক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর আছে। এখানে সক্ষমতার কোনও ঘাটতি নেই। কিছু সীমাবদ্ধতা আছে। যেমন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) দিলে সেটার জবাব আসতে বিলম্ব হয়। আবার জটিল কোনও মামলা থাকলে সেটার তথ্য জোগাড়ে অনেক ক্ষেত্রে দেরি হয়। অপর দিকে, আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্য পদ পেতে হলে জাতিসংঘের স্থায়ী মিশনের মাধ্যমে বাংলাদেশকে আবেদন করতে হবে। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়।’

যা বলছে টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানি লন্ডারিংসহ বিভিন্ন বিষয়ে আইনি ক্ষমতা চেয়ে দুদকের পক্ষ থেকে দেওয়া এ প্রস্তাবগুলোকে আমি সমর্থন করি। তবে শুধু দুদক নয়, কোনও সংস্থার পক্ষেই এটা সম্ভব নয়। সে জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) অন্যান্য সংস্থার হাতে অর্পিত যেসব ক্ষমতা আছে, তাদের মধ্যে সমন্বয় দরকার। সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, যা আমরা কখনও দেখিনি। দুদকের একার পক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ বা পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং অপরাধীকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব নয়।’

আগামীকাল শুক্রবার পড়ুন: দুদকের আলোচিত যত মামলা

আরও পড়ুন:

জনস্বার্থবিরোধী কাজ ঠেকাতে যা করে দুদক

নতুন আয়কর আইনেও ক্ষমতা খর্ব দুদকের

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যা করতে চায় দুদক

/এনএআর/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ