X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবা ও সন্তানের মর্মস্পর্শী অনুধাবন: ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫

‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার,বাঙালি জাতির গৌরবগাঁথা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের নিগুঢ় অনুধাবন ও দেশপ্রেমের দর্শন উপলব্ধিতে ‘‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’’ বইটি লেখা।’ এ মন্তব্য বইটির লেখক দেওয়ান লালন আহমেদের।
দেওয়ান লালন আহমেদ তার বাবার দেখা মুক্তিযুদ্ধের স্মৃতি লিখেছেন ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ নামে এই  তথ্যভিত্তিক গ্রন্থটি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘একজন সামান্য বাবা অসামান্য হয়ে ওঠেন তার সন্তানের কাছে৷ সেই বাবা যিনি ভেতরে ধারণ করেন দেশপ্রেমকে, বঙ্গবন্ধুকে এবং মুক্তিকামী মানুষকে ৷ বাবা ও সন্তানের চিরাচরিত সম্পর্কের বাইরে মমতা ও ভালবাসার টানের এক ভিন্নমাত্রা ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ বইটি।’ দাঁড়কাক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্বরে, ২৯ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে ডিএমপি স্টল এবং আনন্দ আলো স্টলে।
লেখক বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান৷হয়তো দু’এক দশক পর এদেশে মুক্তিযোদ্ধারা কেউ আর বেঁচে থাকবেন না৷ তখন হয়তো নতুন প্রজন্ম একজন মুক্তিযোদ্ধাকে এক নজর দেখার জন্য খুঁজে বেড়াবে৷
তিনি আরও বলেন, মুক্তিকামী মানুষের যে লড়াই এবং ত্রিশ লাখ শহীদ ও লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা,তা যেন কেবল কোনও কালের,দশকের বা শতাব্দীর না হয়৷তা যেন হয়ে ওঠে সর্বকালের সার্বজনীন ও শাশ্বত৷ এটাই যেন এই গ্রন্থের প্রাণ৷ বাবা ও সন্তানের মর্মস্পর্শী এই অনুধাবন ও প্রকাশ যেন হয়ে উঠে আমাদের পারিবারিক অটুট বন্ধন ও বাঙালি জাতি হিসাবে স্পন্দিত গৌরব৷


/এফএস/এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসছে না পাকিস্তান, প্রথমবার খেলবে উগান্ডা 
আসছে না পাকিস্তান, প্রথমবার খেলবে উগান্ডা 
‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
কান উৎসব ২০২৪‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!