বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এ ধর্মের সুরক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সুতরাং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে ইসলাম ধর্মের সম্মান রক্ষায় পৃথক ধারা সংযুক্ত করতে হবে। রাষ্ট্রধর্মের অবমাননা রাষ্ট্রদ্রোহিতা। এ ক্ষেত্রে ধর্ম অবমাননায় এ আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখতে হবে।
শনিবার (২৬ আগস্ট) রাজধানীর প্রেসক্লাবের সামনে ধর্মপ্রাণ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব দাবি করেন।
বক্তব্যে ধর্মপ্রাণ নাগরিক সমাজের আহ্বায়ক মুহাম্মদ আবু সায়েম রিমন বলেন, ‘প্রায়ই দেখা যায়, কিছু দুষ্কৃতকারী ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। কিন্তু রাষ্ট্রধর্মের সম্মান রক্ষায় পৃথক কোনও আইন না থাকায় সে অপরাধ কার্যকর উপায়ে রোধ করা যায় না।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে ইসলাম ধর্মের সম্মান রক্ষায় পৃথক ধারা সংযুক্ত করতে হবে। ধর্ম অবমাননাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা কর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবি জানাচ্ছি আমরা।’
ধর্মপ্রাণ নাগরিক সমাজের সদস্য সচিব সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহম্মদ মাসউদুজ্জামান বলেন, ‘এই সাজা যদি হ্রাস বা দুর্বল করা হয়, তাহলে পুনরায় ধর্মীয় অনূভুতিতে আঘাতের অপরাধ বাড়বে। এতে দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।’