X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণ স্ত্রীকে উপহার, রিকশাচালকসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৯

গত ৩০ আগস্ট রিকশায় চেপে বাসা থেকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন দুই যাত্রী। বাস্টস্ট্যান্ডে নেমে ভুলে একটি লাগেজ রিকশায় রেখেই নেমে পড়েন তারা। লাগেজে স্বর্ণের অলংকারও ছিল তাদের। দ্রুত ফিরে এসে তারা দেখেন লাগেজসহ ওই রিকশাচালক উধাও।

পরে মিরপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই যাত্রী। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমে পুলিশ ওই রিকশাচালক ও তার ছোটভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি জানান, ‘চুরি’র অভিযোগে মো. মানিক মোল্যা প্রকাশ (৪০) এবং মো. ইবাদত মোল্যা (৩৬) নামে দুই সহোদরকে গ্রেফতার করা করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়।  
 
ওসি জানান, গ্রেফতার মানিক একজন রিকশাচালক। গত ৩০ আগস্ট লাগেজসহ রিকশা নিয়ে পালিয়ে যায় সে। সেই ব্যাগ থেকে স্বর্ণের অলংকার বের করে স্ত্রীকে উপহার দেয়। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণালংকার নিয়ে শ্বশুরবাড়ি মাগুরায় চলে যায় সে। 

নিজের অবস্থান গোপন করতে মোবাইল ও সিম পালটে ফেলেছিল মানিক মোল্যা। মানিকের এই কাজে সহযোগিতা করে তার ভাই ইবাদত। এজন্য ইবাদতকেও একটি স্বর্ণের অলংকার উপহার দেয় সে। পুলিশের এই কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। 

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল তৈরি চক্রের এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?