X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে হট্টগোল, অফার প্যাকেজে প্রতারণার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২

ঢাকায় চলছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার। শনিবার (২৩ সেপ্টেম্বর) মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় বেশি। তবে বিকালে হজ এজেন্সি সায়মন হোলিডেজের স্টলে দেখা গেছে হট্টগোল। দর্শনার্থীরা অভিযোগ করছেন, ৪০ হাজারে সৌদি আরবে ওমরা প্যাকেজের প্রচারণা চালালেও স্টলে এসে দেখছেন ভিন্ন কিছু। এ ধরনের প্রচারণাকে প্রতারণা বলছেন তারা।

গাজীপুর থেকে মেলায় এসেছেন রাকিবুল হাসান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবরে দেখেছি, সায়মন হোলিডেজ ৪০ হাজার টাকায় সাত দিনের ওমরা প্যাকেজ দিচ্ছে মেলায়। কিন্তু এখানে এসে দেখছি, ৪০ হাজার টাকায় শুধু হোটেল, ভিসা আর দর্শনীয় স্থান পরিদর্শন। কিন্তু বিমানের টিকিট, খাবার এসব কিছুই নেই প্যাকেজে। এসব বিষয়ে প্রচারণায় তারা কিছুই বলেনি।’ উত্তেজিত দর্শনার্থীরা মেলায় সায়মন হোলিডেজের স্টল বন্ধ করার দাবি জানান।

রাজধানীর মিরপুর থেকে মেলায় আসা মো. সোলাইমান বলেন, কোনও অফার দিলে অবশ্যই পুরো বিষয় ক্লিয়ার করা উচিত। কিন্তু সায়মন হোলিডেজ প্রচারণায় প্রতারণার কৌশল নিয়েছে। এ ধরনের প্রতারণার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

মো. সোলাইমান বলেন, ‘আমরা খবরে দেখেছি, সায়মন হোলিডেজের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ বলেছেন— চার জনের জন্য গ্রুপ প্যাকেজ ওমরা, সেখানে ৭ দিনে জনপ্রতি খরচ হবে ৪০ হাজার।’

ক্ষুব্ধ দর্শনার্থীদের তোপের মুখে পড়েন সায়মন হোলিডেজের কর্মীরা। প্রতিষ্ঠানটির ম্যানেজার (অপারেশন) ইউসুফ সোহেল বলেন, ‘যারা হট্টগোল করেছেন, তারা ভেবেছেন ৪০ হাজার টাকায় পুরো ওমরা প্যাকেজ, কিন্তু আমাদের অফার এমন নয়। ৪০ হাজার টাকায় কোনও দিন ওমরা হয় নাকি! একেক এয়ারলাইনের ভাড়া একেক রকমের। ফলে আমাদের প্যাকেজ বিমান ভাড়া, খাবার খরচ ব্যতিত।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। আজ মেলার শেষ দিন। মেলার স্থানীয় পর্যটনের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ ট্যুরিজম ডেভলপমেন্ট সামিট (বিটিডিএস) এ গুরুত্বপূর্ণ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সৌদি আরবে পৌঁছেছেন ২৮৫৯৫ জন হজযাত্রী
প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান
নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু
সর্বশেষ খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ