X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

ঢাবিতে পর্যটন মেলা শুরু রবিবার

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন মেলা। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মেলা শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার স্টুডেন্ট ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ঢাবির কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি বলেন, ‘মেলায় হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী পণ্যের ১৪টি স্টল থাকবে। মেলা চলাকালীন সময়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।’

পর্যটন নগরী কক্সবাজারের লোকজ ঐতিহ্য-লোকগীতি, ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পরিমণ্ডলে তুলে ধরার প্রয়াস নিয়ে এ আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ আয়োজনের উদ্দেশ্য নিয়ে সাইমুন ইসলাম বাপ্পি বলেন, প্রতি বছর কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যোগে কক্সবাজারে একটি পর্যটন মেলার আয়োজন করা হয়। আমরা চাচ্ছি আমাদের পর্যটন নগরীর কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরতে। সে লক্ষ্যে ঢাকায় এই আয়োজন।’

কক্সবাজার ট্যুর অপারেটরের পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘আমরা কক্সবাজারের পর্যটনকে প্রমোট করার জন্য সারা দেশে কাজ করি। আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কক্সবাজারের পর্যটনকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, ট্যুরের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দেওয়া, সবাইকে লজিস্টিক সাপোর্ট দেওয়া। এরই অংশ হিসেবে এ আয়োজন।’

কক্সবাজার হোটেল-মোটেল কমিটির সদস্য নুরুল কবির পাশা বলেন, ‘যারা কক্সাবাজার যাবেন তাদের জন্য আমার হোটেলে ৫০ শতাংশ এবং রেস্টুরেন্টে ২০ শতাংশ ছাড় দেবো। এর পাশাপাশি আমি সব কক্সবাজার হোটেল-মোটেল মালিককে মূল্য ছাড়ের আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদুল রহমান রাসেল, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আশরাফুল ইসলাম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ট্যুর অপারেটর গ্রুপ অব কক্সবাজারের (ট্যুয়াক) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির পাশা এবং পর্যটন বিষয়ক সম্পাদক তওহিদুল ইসলাম তোহা।

/আরকে/
সম্পর্কিত
ঢাবিতে মেট্রোরেল স্টেশন: শেখ হাসিনাকে ধন্যবাদ শিক্ষার্থীদের
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অপশক্তিকে প্রতিহত করতে হবে: ঢাবি উপাচার্য
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেবে না বিএনপিপন্থি সাদা দল
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
কুড়িগ্রামে স্বতন্ত্র ৯ প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল
কুড়িগ্রামে স্বতন্ত্র ৯ প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী