X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পশুপালনে ভাগ্য বদলাবে চরাঞ্চলের গরিব পরিবারগুলোর

শফিকুল ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০০

দেশের নদী তীরবর্তী চরাঞ্চলে বসবাসকারী গরিব পরিবারের জীবন-জীবিকার মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের সাত জেলার ৩১ উপজেলার চরাঞ্চলে বসবাসকারী  দরিদ্র পরিবারগুলো সরকারের এই উদ্যোগের সুবিধাভোগী হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।

সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া ৩০৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদফতর। এই প্রকল্পের আওতায় পশুপালনের মাধ্যমে নদী তীরবর্তী ৬৫ হাজার ২৯০টি দরিদ্র পরিবারের জীবন-জীবিকার মান উন্নয়ন করা হবে। একইসঙ্গে প্রকল্পভুক্ত নদীর চর এলাকায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হবে এবং নদী তীরবর্তী এলাকায় ১০টি পশুসম্পদ প্রযুক্তি চালু করা হবে। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলে ‘সুফলভোগী পরিবার’ নির্বাচন ও ‘সুফলভোগী দল’ গঠন করা হবে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ করা হবে। সুফলভোগীদের মাঝে প্যাকেজ-ভিত্তিক অনুদান বিতরণসহ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া পালিত পশুপাখির জন্য প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন বিতরণ করা হবে।

পরিকল্পনা কমিশনের সূত্র বলছে,  প্রকল্পটি চলতি  অর্থবছরের (২০২৩-২৪) বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি’তে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে। প্রকল্পটি সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে দুধের উৎপাদন ১৬ দশমিক ৩৮ মিলিয়ন মেট্রিক টন, মাংস  ৮ দশমিক ৫১ মিলিয়ন মেট্রিক টন এবং ডিমের উৎপাদন ২২ হাজার ৩৯৩ মিলিয়নে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

একনেকে উপস্থাপনের যুক্তি দিয়ে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী চর এলাকায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি এবং পশুপালনের মাধ্যমে ৬৫ হাজার ২৯০ দরিদ্র পরিবারের জীবন-জীবিকার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এই প্রেক্ষাপটে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২০২৭ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করা হলো।’

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, প্রকল্পটি বাস্তায়িত হলে ঢাকা বিভাগের সাত জেলার ৩১ উপজেলার চরাঞ্চলে বসবাসকারী দরিদ্র পরিবারগুলো এই উদ্যোগের সুবিধাভোগী হবেন।

/এপিএইচ/
সম্পর্কিত
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা