X
রবিবার, ১২ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৩:১৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩:৫৭

মিরপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পোশাকশ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকালের দিকে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ এবং দোকানপাট ভাঙচুর করেন পোশাশ্রমিকরা। পরে মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে।

মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পোশাকশ্রমিকরা  ছবি: নাসিরুল ইসলাম

প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের সড়কে অবস্থান না করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পোশাককর্মীরা বেশ কয়েকটি ভবনে ভাঙচুর চালান।

পুলিশ বলছে, দফায় দফায় পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করছে। সড়ক অবরোধ করে অরাজক পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু অনুরোধ না শুনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে সকাল থেকে মিরপুর ১১ নম্বর ও ১ নম্বর এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রাস্তায় বাঁশ ও বস্তা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়  ছবি: নাসিরুল ইসলাম

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে কিন্তু তারা সরে যায়নি।

এর আগে গতকাল বুধবার (১ নভেম্বর) সকালে একই দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি পোশাক কারখানার ফটক ভাঙচুর করেন শ্রমিকরা। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

অরাজক পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়  ছবি: নাসিরুল ইসলাম

গত ৩১ অক্টোবর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শ্রমিকরা। একই দাবিতে টানা তৃতীয় দিন রাজপথে নামেন শ্রমিকরা।

এদিকে আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আন্দোলনের সময় একজনকে আটক করে পুলিশ  ছবি: নাসিরুল ইসলাম

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার গার্মেন্টসগুলোর নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে।

/কেএইচ/আরটি/এনএআর/
সম্পর্কিত
চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবি, পদযাত্রায় পুলিশের বাধা
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই কনস্টেবল বরখাস্ত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে অফে কলকাতা
মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে অফে কলকাতা
গ্রানাদাকে উড়িয়ে দিলো চ্যাম্পিয়ন রিয়াল
গ্রানাদাকে উড়িয়ে দিলো চ্যাম্পিয়ন রিয়াল
বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে: পরিবেশমন্ত্রী
বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?