X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘কৃষকদের সমবায় দুর্বল হওয়ায় সিন্ডিকেট শক্তিশালী হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৭:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৭:৪০

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের অধিকার রক্ষায় কৃষি সমবায় জরুরি। কিন্তু দুঃখজনকভাবে কৃষকদের সমবায় দুর্বল হয়ে গেছে। বিপরীতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সমবায় শক্তিশালী হয়েছে। এতে কৃষক তার ন্যায্যমূল্য পান না, আবার সাধারণ ভোক্তাও বঞ্চিত হন যথাযথ মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে।’

শনিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত 'খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি সমবায়ের গুরুত্ব' শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানি শ্রমিক সমিতি এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বাংলাদেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, কৃষিকাজ একা একা করা যায় না। খাদ্য উৎপাদন, বিতরণ একা করা যায় না, এমনকি একা খাওয়া যায় না। কৃষিকাজ সবার সমন্বয়ের মাধ্যমে করতে হবে। আর এটি সম্ভব সমবায়ের মাধ্যমে। কিন্তু দুঃখজনকভাবে কৃষকদের সমবায় দুর্বল হয়ে গেছে। বিপরীতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সমবায় শক্তিশালী হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার।

তিনি বলেন, প্রায়ই অতিপ্রয়োজনীয় অনেক খাবার বা কৃষিপণ্যের ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি যেমন একদিকে সাধারণ ভোক্তা শ্রেণির জন্য যন্ত্রণা নিয়ে আসে, অন্যদিকে দেশের কৃষকও পড়েন নানা ধরনের সংকটে। বাজারব্যবস্থার ত্রুটির কারণে কৃষক তার ন্যায্যমূল্য পান না, আবার সাধারণ ভোক্তাও বঞ্চিত হন যথাযথ মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মামুন হোসাইন, জাতীয় কিষানি শ্রমিক সমিতির সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ