দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
মঙ্গলবার (২১ নভেম্বর) সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যয়ের কথা জানানো হয়।
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য দায়িত্ব পাওয়া একমাত্র রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার (২১ নভেম্বর) ২০ বছরে পদার্পণ করেছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) কমিশনের অংশীদার হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। ডুসার সদস্যরা দেশ ও জনগণের সেবক হিসেবে সামনের দিনগুলোতে জনআকাঙ্খা বাস্তবায়নে কমিশন ও আইনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে মর্মে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।
দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জনগণের আস্থা পূরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন, তাতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিটি কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এ বিষয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা পালন করবে।
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার কোনও বিকল্প নাই। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা অঙ্গীকারাবদ্ধ। অ্যাসোসিয়েশনের নেতারা দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের পাশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে।