X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ট্যুরিজম বোর্ডের সহায়তা চান ট্রাভেল ভ্লগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৪:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৪:১৪

ট্রাভেল করতে কে না ভালোবাসে। প্রত্যেকেই তার ছকবাধা জীবনের ফাঁকে ফাঁকে পরিবার, বন্ধু-বান্ধব, কলিগ, আত্মীয়স্বজন নিয়ে প্রকৃতি দেখার আশায় বেরিয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু অজানা এক জায়গায় ঘুরতে গেলে একজন গাইডের প্রয়োজন হয়। তা না হলে কীভাবে তারা অজানা সেই স্থানটি ঘুরে দেখবেন! এক সময় টাকা খরচ করে গাইড ম্যানেজ করা হতো। কিন্তু বর্তমান সময়ে সোশাল মিডিয়ার বদৌলতে সেই সব গাইডদের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। ইউটিউব-ফেসবুক ঘাঁটলেই এখন প্রচুর ট্রাভেল কন্টেন্ট পাওয়া যায়, যেখানে টুরের সব রকমের গাইডলাইন সুন্দরভাবে গোছানো থাকে। এমনকি, টুরে গিয়ে কখন কী খেলে ভালো হবে, কোন রিসোর্টে খরচ কেমন হবে সেটাও বলা থাকে। যার কারণে, এই ট্রাভেল ভ্লগ দেখলে ট্যুর প্ল্যান করতে একদম সহজ হয়ে যায়।

বাংলাদেশের যেসব ব্যক্তি নিজ উদ্যোগে এই কাজগুলো করে যাচ্ছেন তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করলো পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। শনিবার (২৫ নভেম্বর) দেশের জনপ্রিয় ট্রাভেল ভ্লগাররা এসেছিলেন সেখানে।

আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েও কথা ওঠে। আরও সুন্দরভাবে ভ্লগ করার জন্য উপস্থিত সব ভ্লগার বাংলাদেশ ট্যুরিজম বিষয়ক সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন। কারণ, একটা ভ্লগ তৈরি করতে অনেক টাকা এবং সময়ের প্রয়োজন হয়। তাছাড়া ভ্লগারদের মাধ্যমেই সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হচ্ছে পুরো দেশ, যেটার দায়িত্ব মূলত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। তাই স্বভাবতই এমন কাজে তারা ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

শনিবার দুপুর ৩টায় মিটআপ শুরু হয়। আড্ডা চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ এই আড্ডায় ট্রাভেল ভ্লগাররা নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, কীভাবে তাদের ভ্লগগুলো আরও উন্নত করা যায়, আরও কোন কোন প্লেস ভ্রমণপিপাসু মানুষের সামনে তুলে আনা যায়, ট্রাভেল ভ্লগিং নিয়ে কার কী ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি।

আরাফ ইন্তিসার দীপ্ত, বাংলাদেশি ফুড রিভিউয়ার, ড. ফুডি, ডা. সালমান মাহি রুহুল কাওসার, লাবিব হোসেন জয়, লাবিব ইত্তিহাদুল, লো কস্ট টুর সাজেশন, মি. মিক্সার্স ওয়ার্ল্ড, নয়ন মজুমদার, সালাহউদ্দিন সুমন, সায়েমস ওয়ার্ল্ড, স্বপন অন বোর্ড এবং ট্রাভেল উইথ শিশির দেবসহ দেশের সব জনপ্রিয় ট্রাভেল ভ্লগাররা এসেছিলেন রিজেন্সির এই বিশেষ আয়োজনে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকার কাপল এয়ার টিকিট। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে ছিল দ্বিতীয় পুরস্কার ঢাকা রিজেন্সির সর্বোচ্চ রুম ক্যাটাগরি-প্রেসিডেনশিয়াল সুটে পরিবারের সঙ্গে একরাত থাকা। তৃতীয় পুরস্কার ছিল এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার- ঢাকা কাপল এয়ার টিকিট।

/সিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ