X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ট্যুরিজম বোর্ডের সহায়তা চান ট্রাভেল ভ্লগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৪:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৪:১৪

ট্রাভেল করতে কে না ভালোবাসে। প্রত্যেকেই তার ছকবাধা জীবনের ফাঁকে ফাঁকে পরিবার, বন্ধু-বান্ধব, কলিগ, আত্মীয়স্বজন নিয়ে প্রকৃতি দেখার আশায় বেরিয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু অজানা এক জায়গায় ঘুরতে গেলে একজন গাইডের প্রয়োজন হয়। তা না হলে কীভাবে তারা অজানা সেই স্থানটি ঘুরে দেখবেন! এক সময় টাকা খরচ করে গাইড ম্যানেজ করা হতো। কিন্তু বর্তমান সময়ে সোশাল মিডিয়ার বদৌলতে সেই সব গাইডদের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। ইউটিউব-ফেসবুক ঘাঁটলেই এখন প্রচুর ট্রাভেল কন্টেন্ট পাওয়া যায়, যেখানে টুরের সব রকমের গাইডলাইন সুন্দরভাবে গোছানো থাকে। এমনকি, টুরে গিয়ে কখন কী খেলে ভালো হবে, কোন রিসোর্টে খরচ কেমন হবে সেটাও বলা থাকে। যার কারণে, এই ট্রাভেল ভ্লগ দেখলে ট্যুর প্ল্যান করতে একদম সহজ হয়ে যায়।

বাংলাদেশের যেসব ব্যক্তি নিজ উদ্যোগে এই কাজগুলো করে যাচ্ছেন তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করলো পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। শনিবার (২৫ নভেম্বর) দেশের জনপ্রিয় ট্রাভেল ভ্লগাররা এসেছিলেন সেখানে।

আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েও কথা ওঠে। আরও সুন্দরভাবে ভ্লগ করার জন্য উপস্থিত সব ভ্লগার বাংলাদেশ ট্যুরিজম বিষয়ক সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন। কারণ, একটা ভ্লগ তৈরি করতে অনেক টাকা এবং সময়ের প্রয়োজন হয়। তাছাড়া ভ্লগারদের মাধ্যমেই সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হচ্ছে পুরো দেশ, যেটার দায়িত্ব মূলত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। তাই স্বভাবতই এমন কাজে তারা ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

শনিবার দুপুর ৩টায় মিটআপ শুরু হয়। আড্ডা চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ এই আড্ডায় ট্রাভেল ভ্লগাররা নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, কীভাবে তাদের ভ্লগগুলো আরও উন্নত করা যায়, আরও কোন কোন প্লেস ভ্রমণপিপাসু মানুষের সামনে তুলে আনা যায়, ট্রাভেল ভ্লগিং নিয়ে কার কী ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি।

আরাফ ইন্তিসার দীপ্ত, বাংলাদেশি ফুড রিভিউয়ার, ড. ফুডি, ডা. সালমান মাহি রুহুল কাওসার, লাবিব হোসেন জয়, লাবিব ইত্তিহাদুল, লো কস্ট টুর সাজেশন, মি. মিক্সার্স ওয়ার্ল্ড, নয়ন মজুমদার, সালাহউদ্দিন সুমন, সায়েমস ওয়ার্ল্ড, স্বপন অন বোর্ড এবং ট্রাভেল উইথ শিশির দেবসহ দেশের সব জনপ্রিয় ট্রাভেল ভ্লগাররা এসেছিলেন রিজেন্সির এই বিশেষ আয়োজনে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকার কাপল এয়ার টিকিট। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে ছিল দ্বিতীয় পুরস্কার ঢাকা রিজেন্সির সর্বোচ্চ রুম ক্যাটাগরি-প্রেসিডেনশিয়াল সুটে পরিবারের সঙ্গে একরাত থাকা। তৃতীয় পুরস্কার ছিল এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার- ঢাকা কাপল এয়ার টিকিট।

/সিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল