X
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
২৯ চৈত্র ১৪৩০

৬ লাখ ডিম উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪৮

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটী ও ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ ডিম উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ডিমের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিহতের লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) এই অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানে দেখা যায়, ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স নামক কোল্ড স্টোরেজে মাসুদুর রহমান ও তাইজুর প্রায় ছয় লাখ ডিম মজুত করছেন। গত ২৩ নভেম্বর থেকে এসব ডিম মজুত করা শুরু হয়।

ডিম মজুত প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরইমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুত করা শুরু করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান শেষে বিকাশ চন্দ্র দাস অধিদফতরের পক্ষ থেকে আজকের মধ্যে এসব ডিম বাজারে সরবরাহের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এর ব্যত্যয় হলে অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মজুতকৃত ডিম বৃহস্পতিবার বাজারে সরবরাহের ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

বিকাশ চন্দ্র দাস বলেন, অসাধু ব্যবসায়ীদের এই অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ ডিম মজুত করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রেস্তোরাঁয় বিচ্ছিন্নভাবে কোনও অভিযান হবে না
‘অভিযানে নামলে পণ্যের দাম কমে, চলে আসার পর বেড়ে যায়’
যে কারণে গরুর মাংসের দাম বাড়ালেন খলিল-নয়ন-উজ্জ্বল
সর্বশেষ খবর
চায়ের দোকানে আ.লীগ ও যুবলীগের দুই নেতাকে গুলি
চায়ের দোকানে আ.লীগ ও যুবলীগের দুই নেতাকে গুলি
সৈকতে জনসমুদ্র!
সৈকতে জনসমুদ্র!
তলানিতে থাকা দিল্লির কাছে থামলো লখনউর জয়যাত্রা
তলানিতে থাকা দিল্লির কাছে থামলো লখনউর জয়যাত্রা
নি‌ষেধাজ্ঞা স্থ‌গিত, বান্দরবা‌নের রুমায় ঘুরতে যেতে বাধা নেই
নি‌ষেধাজ্ঞা স্থ‌গিত, বান্দরবা‌নের রুমায় ঘুরতে যেতে বাধা নেই
সর্বাধিক পঠিত
ঈদের দিনে ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট এলো কেন?
ঈদের দিনে ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট এলো কেন?
‘মিজোরাম কুকি-চিনকে নাশকতায় কখনোই মদত দেবে না’
‘মিজোরাম কুকি-চিনকে নাশকতায় কখনোই মদত দেবে না’
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
ঈদে ফাঁকা বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি, নিয়ে গেলো ফ্রিজের মাছ-মাংসও
ঈদে ফাঁকা বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি, নিয়ে গেলো ফ্রিজের মাছ-মাংসও
সীমান্ত শহরের পতন, থাইল্যান্ডে ছুটছে মিয়ানমারের নাগরিকেরা
সীমান্ত শহরের পতন, থাইল্যান্ডে ছুটছে মিয়ানমারের নাগরিকেরা