X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী

বিএনপির কর্মসূচি চলাকালে সন্ত্রাসের শিকার হচ্ছে রেলওয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:১০

বিএনপির ডাকা হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিগুলো চলাকালে বাংলাদেশ রেলওয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এতে করে যাত্রীবান্ধব রেল সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সারা দেশের বিভিন্ন স্থানে রেলের ওপর সাম্প্রতিক হামলাগুলো সম্পর্কে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলনের দিন সকালেও রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় একটি ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ চার জন নিহত হয়েছেন। ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ নামের ট্রেনে আগুনের ঘটনায় সম্পর্কে তিনি বলেন, ‘পুরো ঘটনা তদন্ত না করে নির্দিষ্ট করে বলা যাবে না।’

আগে হরতাল, অবরোধ এবং রাজনৈতিক সহিংসতায় একমাত্র রেলেই নিরাপদভাবে যাত্রী পরিবহন করা হয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, ‘কিন্তু সম্প্রতি রেলের ওপর কিছু নাশকতামূলক হামলা হয়েছে যার মাধ্যমে নিরাপদ যাত্রী চলাচলে হুমকি তৈরি করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘গত ২৮ অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচির পর থেকে যে সহিংসতা শুরু হয়েছে, তারা সপ্তাহে দুই দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়েছে। এই সময়গুলোতেই রেলের উপর হামলার ঘটনাগুলো ঘটেছে।’

মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি (ছবি: নাসিরুল ইসলাম)

গত ১৬ নভেম্বর টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দুদিন পর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়িতে ‘যমুনা এক্সপ্রেসে’ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। ২২ নভেম্বর ‘উপবন এক্সপ্রেস’ সিলেট স্টেশনে থাকা অবস্থায় আগুন দেওয়া হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

চলতি মাসের ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে নেত্রকোনা থেকে ঢাকায় চলাচলকারী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’-এর ছয়টি বগি ইঞ্জিনসহ আলাদা হয়ে যায়। এ ঘটনায় একজন নিহত এবং প্রায় ৫০ জন যাত্রী আহত হয়। সবশেষ আজ মঙ্গলবার সকালে ওই ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটিরই তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনার বিবরণ তুলে ধরে রেলমন্ত্রী বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। গত ২৮ অক্টোবর বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এই সময়টাতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে হুমকি তৈরি করেছে, এটা গ্রহণযোগ্য নয়।’ 

রেলে দুর্ঘটনা কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলের নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। রেলপথের ব্যাপারে যেন সহযোগিতা করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বৈঠক হয়েছে। আমরা বলেছি, যেন সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ড করে রেল চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে।’

মন্ত্রী বলেন, ‘যাত্রী বেশে ট্রেনে উঠে নাশকতা ঘটালে রেলের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালেও একই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে কিন্তু সহিংসতা করতে পারে না, মন্তব্য করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কর্ণফুলী সেতু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের অনেক যন্ত্রাংশ চুরি করার নামে খুলে নেওয়া হয়েছে, যেন ট্রেন চলাচল করতে না পারে। তারা মনে করছে, এ ধরনের নাশকতা ঘটিয়ে মনে করছে কর্মসূচি বাস্তবায়ন করা করা সম্ভব। যদিও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার নিন্দা জানিয়েছেন। কিন্তু তারা কর্মসূচি না দিলে তো এটা হতো না।’

/এএইচএ/ইউএস/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড