X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দূষণ বন্ধের অঙ্গীকার নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৩, ০০:৩২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:৩২

পরিবেশ রক্ষায় বায়ু, শব্দ ও পানিদূষণ বন্ধ করার অঙ্গীকার দ্বাদশ সংসদ নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘দ্বাদশ সংসদ সুযোগ: টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সুপারিশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই দাবি তুলে ধরেন আলোচকরা।

ইউএসএআইডির অর্থায়ন এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল দ্বারা বাস্তবায়িত প্রেমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) প্রকল্প এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে ছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীণ আখতার এবং সংরক্ষিত নারী আসনের সদস্য আরমা দত্তসহ প্রান্তিক মানুষের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনা উপলক্ষে পিএআর কর্মসূচির মাধ্যমে ঢাকা ও খুলনার নাগরিক সংগঠন, নাগরিক সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা পরিবেশদূষণ, অপরিকল্পিত নগরায়ণ এবং দলিত ও ঋষি সম্প্রদায়ের মানুষের সামাজিক অন্তর্ভুক্তির বিষয়সহ প্রধান সুপারিশগুলো দ্বাদশ সংসদের নির্বাচনি ইশতেহারে ও অঙ্গীকারে অন্তর্ভুক্তির জন্য উপস্থাপন করেন।

প্রধান সুপারিশগুলো হচ্ছে, দলিত ও ঋষি জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও তাদের সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা, সব নাগরিকের জন্য সবুজ, সুন্দর ও টেকসই নগরায়ণে বিনিয়োগ করা।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য নীতি প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশদূষণ, অপরিকল্পিত নগরায়ণবিষয়ক বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমস্যা সমাধানের জন্য বলেন।

শিরীণ আক্তার বলেন, আজকের সংলাপে প্রস্তাবিত সব সুপারিশকে সাধুবাদ জানাই। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান সম্প্রসারণ করে কর্মসংস্থান তৈরির প্রতি বিশেষ গুরুত্ব দেন তিনি।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আজকের সংলাপ একটি সময়োপযোগী উদ্যোগ। সেই সঙ্গে এই সংলাপ রাজনীতিবিদ ও প্রান্তিক মানুষের সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে এবং প্রান্তিক মানুষের জন্য সব সুপারিশের প্রতি সমর্থন জানিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, আমি আশা করছি আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে আপনাদের প্রস্তাবিত সুপারিশের বেশ কিছুর প্রতিফলন দেখতে পারবেন। তিনি একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তৈরি ও বাস্তবায়নের ওপরও বিশেষ গুরুত্ব দেন।

আরমা দত্ত উপস্থাপিত সব সুপারিশের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জানিয়ে উপস্থিত প্রান্তিক মানুষের প্রতিনিধিসহ সব অংশগ্রহণকারী ও আয়োজকদের এই সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) প্রকল্পটি ২০১৮ সাল থেকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোকে নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানে নাগরিক অংশগ্রহণে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ