X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মদ খেয়ে কৃষককে গলা কেটে হত্যা, গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬

ঢাকার নবাবগঞ্জে মাতাবপুরে মাদক সেবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় মো. হাশিম (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি রাজধানী ও নবাবগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. কামাল (৩৬), মেছের আলী (৪২), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. নাছির উদ্দিন ওরফে নসু (৪৬), মো. পিন্টু চৌধুরী (৩০) ও মোজলেম (৫৫)।

পিবিআই জানায়, ঘটনার দিনে আসামিরা স্কুল মাঠে জুয়া খেলা, মাদক সেবন ও মাদক কেনাবেচা করছিল। কিন্তু কৃষক হাশিম জমি পাহারা দেওয়ায় আসামিদের এসব কাজ করতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। তখন তারা হাশিমকে জমি থেকে চলে যেত বলে। কিন্তু তাদের কথামতো চলে না যাওয়ায় হাশিমের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে নসু ও জাহাঙ্গীরসহ বাকি আসামিদের সহযোগিতায় ঘাস কাটার কাচি দিয়ে হাশিমকে গলা কেটে হত্যা করে। এরপর আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডিতে অবস্থিত পিবিআইয়ের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, নবাবগঞ্জের মাতাবপুরে কৃষক মো. হাশিমের বাড়ি। বাড়ির ৫০০ গজ দূরে একটি জমিতে তিনি ঘাস ও সবজি চাষ করেন। গত ১৬ এপ্রিল রাতে তিনি বাড়ি থেকে জমিতে চাষ করা ঘাস ও সবজি পাহারা দিতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

১৭ এপ্রিল সকালে হাশিমের গলা কাটা ও রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে এ ঘটনায় নিহত কৃষকের ছেলে মো. আরিফ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় গত ১৫ জুন মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, গত ১৬ এপ্রিল দিবাগত রাতে জমি পাহারা দিচ্ছিলেন হাশিম। ওই রাতে মো. কামাল, মেছের আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. নাছির উদ্দিন ওরফে নসু, মো. পিন্টু চৌধুরী, মোজলেম ও সোহেল কৃষক হাশিমের জমি সংলগ্ন সজুল মাঠে গাঁজা সেবন ও জুয়া খেলছিলেন।

তারা পার্শ্ববর্তী স্কুলের ভবনে মাদক সেবন, কেনাবেচা, বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদা আদায়, বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা, পার্শ্ববর্তী নদীতে চলমান ট্রলার ও কার্গো থেকে চাঁদা আদায়সহ এলাকায় আধিপত্য বিস্তার, বিভিন্ন অপরাধ সংগঠনের পরিকল্পনাস্থল হিসেবে ব্যবহার করতো।

এ ঘটনায় সোহেল নামে এক আসামি পলাতক। গ্রেফতারদের মধ্যে মো. পিন্টু চৌধুরী, মোজলেম, মেছের আলী ও মো. কামাল আদালতে স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
২ কোটি টাকার সম্পদের তথ্য গোপন, সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?